বৃষ্টি

আহনাফ সুলাইমান | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

(৩০,০৯৪)

কদম কেয়ার ঘন বনে,
মেঘ জমেছে দূর গগনে।
আকাশ ভেঙে বৃষ্টি নামে
শ্রাবণধারা নামলো বলে,

গুড়ুম গুড়ুম মেঘের ডাকে
উঠছে পানি খালে, বিলে।
কাঠফাটা ওই রোদের পরে,
বৃষ্টি আসে প্রাণ জুড়িয়ে।

আকাশ ঘেমে বৃষ্টি হলে,
ছন্দ তোলে টিনের চালে।
ভেজা মাটির মিষ্টি ঘ্রাণে,
স্বস্তি আসুক সবার মনে।

পূর্ববর্তী নিবন্ধকাঠবিড়ালীর অত্যাচার
পরবর্তী নিবন্ধএগিয়ে যাবো