বৃষ্টি বাড়বে, কমবে তাপমাত্রা

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

মাঝ শ্রাবণে ঢাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে গত কিছুদিন ধরে যে তাপপ্রবাহ চলছে, আগামী কয়েকদিনের মধ্যে তা কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের জেলাগুলো বাদে দেশের বাকি ছয় বিভাগের ওপর দিয়েই তাপপ্রবাহ বয়ে গেছে সোমবার (গতকাল)। মঙ্গলবার (আজ) থেকে অনেক জায়গায় তাপ প্রশমিত হবে। আসলে অনেক সময় নিয়ে বৃষ্টি না নামলে গরম কমে না। মঙ্গলবার থেকে গরম কমবে। আগামী কয়েকদিনের মাঝে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। খবর বিডিনিউজের। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ থাকায় চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধসরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : খসরু
পরবর্তী নিবন্ধবিশ্বে মুক্তির ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে বঙ্গবন্ধুর নাম