বৃষ্টি উপেক্ষা করে লাখো ভক্তের সমাগম

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ওরশ সমপন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

ভোর রাত থেকে বৃষ্টি, শীতের তীব্রতা উপেক্ষা করে লাখো ভক্তের সমাগম ঘটেছে মাইজভাণ্ডার দরবার শরীফে। গতকাল সোমবার এমন দৃশ্য দেখা গেছে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.) এর ১১৬তম বার্ষিক ওরশ শরীফে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মঞ্জিলের স্বেচ্ছাসেবকদের করোনা মহামারীর সচেতনতা ছিল লক্ষ্যনীয়। প্রতিটি মঞ্জিল তাদের সুনির্দিষ্ট কর্মসূচি পরিবর্তন করেছিল। দেশবিদেশের লাখো লাখো ভক্ত আশেকানের আগমন ঘটে ওরশ মাহফিলে।

ফটিকছড়ির মাইজভাণ্ডারে গতকাল সোমবার মাইজভাণ্ডার গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সূফী সৈয়দ আহমদ উল্লাহ (.) এর ১১৬ তম ওরশ শরীফ অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ মর্যাদায় সমপন্ন হয়েছে। পহেলা মাঘ থেকে, পীরে তরিকত ও সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সূফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) এর আয়োজন ও ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী বিভিন্ন মানবকল্যাণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। সমাপনী দিবসের কর্মসূচি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, দিনব্যাপী পবিত্র খতমে কোরআন শরীফ, মিলাদ, তাওয়াল্লোদে গাউছিয়া ও জিকির মাহফিল, হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (.) এর জীবন, কর্ম, শিক্ষা ও তাছাউফ ভিত্তিক আলোচনা এবং মাইজভাণ্ডারী ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। সাজ্জাদানশীনএ দরবারে গাউছুল আজম হযরত মওলানা শাহ সূফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) এর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরশ শরীফের সকল কর্মসূচি সমাপ্ত হয়। এসময় অনলাইন প্লাটফর্মের মাধ্যমে দেশবিদেশের অসংখ্য ভক্ত আশেকানবৃন্দ মোনাজাতে অংশগ্রহণ করেন। নায়ের সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার শাহ সূফী সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মঃ)

বলেন, এ বছর দেশবিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত, জায়েরীনদের সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে, সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে যুগপৎ পদ্ধতিতে (ফিজিক্যাল ও ভার্চুয়াল) ওরশ শরীফের কর্মসূচিসমূহ অত্যন্ত সুশৃঙ্খলরূপে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি ওরশ শরীফ সুষ্ঠুভাবে আয়োজন ও ব্যবস্থাপনায় বিভিন্ন আঙ্গিকে দায়িত্ব পালনকারী সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন । সেসাথে গাউছুল আজম মাইজভাণ্ডারী (.) প্রবর্তিত উছুলে ছাব’য়া তথা আত্মশুদ্ধির সপ্তকর্মদ্ধতি অনুসরণ করার জন্য সকলকে আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার কর্মী পরিচয়ে ইয়াবা পাচার
পরবর্তী নিবন্ধদোষীদের শাস্তি দ্রুত কার্যকর করার দাবি