তীব্র তাপদাহে অতিষ্ঠ চট্টগ্রাম নগরবাসী বৃষ্টির আকুতি জানিয়ে গতকাল সকালে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর দামপাড়াস্থ জাতীয় মসজিদ প্রাঙ্গণে শত শত মুসল্লি এই নামাজ আদায় করেন। নামাজের পর অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় পরম করুণাময়ের নিকট আকুতি জানিয়ে অনেকেই কান্নাজড়িত কণ্ঠে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর সুন্নত অনুসরণ করে গতকাল সকালে বৃষ্টির আশায় এই বিশেষ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহ উদদৌলা। এসময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিউর রহমান, গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, নুর মোহাম্মদ আল কাদেরী, স উ ম আবদুস সামাদ প্রমুখ বক্তব্য রাখেন। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা ও দোয়া করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।