বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

ঘণ্টাখানেক আগে একই মাঠে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করে আয়ারল্যান্ড। ইংল্যান্ডের ভাগ্য খারাপ ছিল যে ম্যাচটার ফল এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে একইরকম পরিস্থিতির মুখে পড়তে হতে পারে নিশ্চয়ই আন্দাজ করছিল আফগানিস্তান। শেষ পর্যন্ত এই দুদলের ম্যাচটি আর মাঠেই গড়াতে পারলনা। ব্যর্থ হয়ে দু দলকে ফিরে যেতে হলো হোটেলে। এই ম্যাচটি মাঠে গড়াতে না পারায় নিউজিল্যান্ডের জন্য ক্ষতিটাই বেশি হলো। কারণ ম্যাচটা জিতলে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে যাতে পারতো তারা। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিল। এবারে টি-টোয়েন্ট বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ‘ওয়ান’ এর ম্যাচটি বৃষ্টি বাধায় পন্ড হলো। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টি হানা দিলেও ডিএল মেথডে ফলাফল আসে। ৫ রানে জিতে যায় আইরিশরা। কিন্তু সেই বৃষ্টি আর থামেনি। দিনের দ্বিতীয় ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেনি। এমনকি হয়নি টসও। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে শুরু করেছিল নিউজিল্যান্ড। সেদিন স্বাগতিকদের তারা হারিয়েছিল ৮৯ রানের ব্যবধানে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ৫ উইকেটে হেরেছিল আফগানিস্তান। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বেশি গুরুত্বপূর্ন ছিল আফগানদের জন্য। কিন্তু সে ম্যাচটি মাঠে গড়াল না। এদিকে গতকালের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ২ ম্যাচে ৩ পয়েন্ট হলো নিউজিল্যান্ডের। এখনও গ্রুপের শীর্ষেই আছে তারা। অন্যদিকে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে অবস্থান আফগানদের। এই ম্যাচটির আগে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ হওয়ার পথে ফারুক
পরবর্তী নিবন্ধসিসিএল কর্পোরেট টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন ১৭ নভেম্বর শুরু