বৃক্ষরোপণে ফজলে করিম এমপির জাতীয় পুরস্কার

বাবার পক্ষে পদক নিলেন পুত্র ফারহান

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় ব্যক্তিগত শ্রেণিতে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পক্ষে পদক গ্রহণ করেছেন তার কনিষ্ঠ পুত্র প্রকৌশলী ফারহান করিম চৌধুরী। গতকাল রোববার দুপুরে ঢাকার আগারগাঁও বন ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি বাবার পক্ষে পদকটি গ্রহণ করেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিনের হাত থেকে। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন। জানা যায়, সর্বশেষ প্রাপ্ত এই পুরস্কারটিসহ ফজলে করিম চৌধুরী এমপি এই পর্যন্ত পাঁচটি জাতীয় পুরস্কার গ্রহণের গৌরব অর্জন করলেন। এর আগে তিনি ২০১৩ সালে প্রথম গ্রহণ করেন জাতীয় পরিবেশ পদক। ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক, ২০১৮ সালে জাতীয় পদক গ্রহণ করেন বৃক্ষরোপণের জন্য। তিনি চতুর্থবারের মত পদক অর্জন করেন মৎস্য খাতে অবদান রাখার জন্য। পঞ্চম অর্থাৎ সর্বশেষ পদকটি আসে বৃক্ষরোপণের কৃতিত্বের জন্য।

পূর্ববর্তী নিবন্ধফজলুল-হাজেরা কলেজে স্মরণ সভা
পরবর্তী নিবন্ধসাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময়