নগরীর বু বু ওয়ার্ল্ডে অগ্নিনিরাপত্তা ও সচেতনতা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিপিডিএল ফায়ার সেফটি সেলের সহযোগিতায় এটির আয়োজন করা হয়। অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনায় শিশু এবং মহিলারাই সবচাইতে ঝুঁকির মধ্যে থাকেন। শিশুদের জন্য পরিচালিত বু বু ওয়ার্ল্ড নিরাপত্তা এবং সচেতনতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। সামপ্রতিক সময়ে স্বাস্থ্যবিধির পূর্ণাঙ্গ প্রয়োগের মাধ্যমে বু বু ওয়ার্ল্ড শিশু এবং সবার জন্য একটি নিরাপদ স্থানে পরিণত হয়েছে।
এরই ধারাবহিকতায় বু বু ওয়ার্ল্ডের কর্মীদের অগ্নিপ্রতিরোধ এবং সচেতনতা অর্জনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জীবনের সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করা হয়। এছাড়া কর্মী এবং ব্যবস্থাপকদের যোগাযোগ মাধ্যমের ব্যবহার, জরুরি হেল্পলাইনসহ যথাযথ কর্তৃপক্ষের নিকট আগুনের এবং দুর্ঘটনার কিভাবে রিপোর্ট করতে হয় সে বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করেন সিপিডিএল ফায়ার সেফটি সেলের মো. নিজাম উদ্দীন ও মো. সরওয়ার কামাল। প্রেস বিজ্ঞপ্তি