গত ১০ জানুয়ারি ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশচুম্বী ভবন বুর্জ খলিফার দৃশ্য দেখানো হয়। এবার সেই বুর্জ খলিফাতেই ঝড় তুলল ‘পাঠান’ সিনেমার ট্রেলার। উপস্থিত হাজারও দর্শকের সঙ্গে ট্রেলারটি উপভোগ করেন শাহরুখ নিজেও। গত শুক্রবার একটি আন্তর্জাতিক টি– টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। আপাতত দুবাইয়ে অবস্থান করছেন তিনি।
গত শনিবার বলিউড বাদশার উপস্থিতিতেই বুর্জ খলিফায় ‘পাঠান’ ছবির ট্রেলার প্রদর্শনের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শাহরুখের অসংখ্য ভক্ত রয়েছে। অপর দিকে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সবমিলিয়ে এই আয়োজন অনেকটা উৎসবে পরিণত হয়েছিল। এদিন কিং খানকে দেখা গেল ক্যাজুয়াল পোশাকে। তার সঙ্গে পরনে কালো রংয়ের জ্যাকেট। বুর্জ খলিফায় তখন দেখানো হচ্ছে অ্যাকশনে ভরা ‘পাঠান’ ছবির ট্রেলার। আর সেই প্রোমোশনাল ইভেন্টের মাঝে ‘ঝুমে জো পাঠান’ গানের স্টেপ দেখালেন শাহরুখ।