বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় সরকারপন্থি একটি মিলিশিয়া বাহিনীর ৪১ সদস্য নিহত হওয়ার পর কর্তৃপক্ষ দুইদিনের শোক ঘোষণা করেছে। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার লোরৌম প্রদেশের এক প্রত্যন্ত এলাকায় হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার বাহিনীর সদস্যরা আচমকা হামলার মুখে পড়ে বলে কর্তপক্ষ শনিবার এক বিবৃতিতে জানায়। জঙ্গিদমনে বুরকিনা ফাসোর সরকারই ভিডিপিকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে আসছে বলে জানিয়েছে রয়টার্স। বাহিনীটি গঠিত হওয়ার পর বৃহস্পতিবারের আগ পর্যন্ত কখনোই একদিনে তাদের এত সদস্যের মৃত্যু হয়নি।
মাসখানেক আগে বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনীর এক চৌকিতে হামলার ঘটনায় ৫৩ জন নিহত হয়েছিল। বেদনাদায়ক এ পরিস্থিতিতে এবং সাহসী ভিডিপি সদস্য যারা মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট দেশজুড়ে দুইদিনের শোক ঘোষণা করেছেন, যা রোববার থেকে শুরু হবে, বিবৃতিতে বলেছেন সরকারের মুখপাত্র আলকাসুম মাইগা।