বুক না কেটে হার্টে ভাল্ব প্রতিস্থাপন

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল চট্টগ্রামে এ ধরনের এটিই প্রথম সাফল্য

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:২৩ পূর্বাহ্ণ

বুক না কেটে ক্যাথেটারের মাধ্যমে সফলভাবে এক বৃদ্ধ রোগীর হার্টে ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে। হার্টের ভাল্ব প্রতিস্থাপনের পর সম্পূর্ণ সুস্থ আছেন ফটিকছড়ির ভূজপুরের ৭৫ বয়সী বাসিন্দা সাধন বড়ুয়া। কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়া চট্টগ্রামে এটিই প্রথম ভাল্ব প্রতিস্থাপন। এর আগে ঢাকায় সরকারিবেসরকারি পর্যায়ে তিনজন রোগীর হার্টে ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছিল। সেই হিসেবে সারাদেশের মধ্যে এটি চতুর্থ ভাল্ব প্রতিস্থাপন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর জাকির হোসেন রোডের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রউফ।

তিনি আরো বলেন, সময়ের সাথে চিকিৎসা বিজ্ঞানে নতুনত্ব আসছে। এক সময়ে হার্টে ভাল্ব প্রতিস্থাপন করতে রোগীদের বুক কেটে তারপর ভাল্ব বসানো হতো। এই পদ্ধতিতে রোগীকে ১৫২০ দিন হাসপাতালে ভর্তি থাকতে হতো। তবে বুক না কেটে ক্যাথেটারের মাধ্যমে ভাল্ব প্রতিস্থাপনের এই পদ্ধতি সারা বিশ্বে খুব জনপ্রিয়। এখানে ভাল্ব প্রতিস্থাপনের পর রোগী দুইদিন পর বাসায় চলে যেতে পারেন। এছাড়া পাঁচদিন পর স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। এই ধরনের চিকিৎসা নিতে আমাদের রোগীরা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল ছিল। তবে এই চিকিৎসা পদ্ধতি পরিপূর্ণভাবে দেশে চালু হলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমাদের প্রতিবেশি দেশ ভারতে এই সেবাটি নিতে রোগীদের অন্তত ৩০৩৫ লাখ টাকা খরচ হতো। আমরা স্বল্প খরচে কাজটি সম্পন্ন করতে পেরেছি। যেহেতু চট্টগ্রামে ক্যাথেটারের মাধ্যমে প্রথম ভাল্ব প্রতিস্থাপন স্থাপন, তাই আামাদের অনেকগুলো ব্যাকআপ মেডিকেল সাপোর্ট তৈরি রাখতে হবে। চট্টগ্রামে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল ছাড়া এই ধরনের সাপোর্ট আর কোথাও নেই।

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনানথ এন রাও বলেন, ক্যাথেটারের মাধ্যমে হার্টে ভাল্ব প্রতিস্থাপনের মাধ্যমে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের যে আশ্বাস আমরা রোগীদের দিয়েছিলাম, সেটি আমরা পূরণ করতে সক্ষম হচ্ছি। আমাদের ওপর আস্থা রাখার জন্য আমরা রোগীদের ধন্যবাদ দিতে চাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. প্রকাশ কে এন, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. প্রীতি বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিচ দিয়ে চলাচল করবে ট্রেন, ওপর দিয়ে হাতি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আ. লীগ নেতাকর্মীদের সতর্কচট্টগ্রামে আ. লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ