বীর মুক্তিযোদ্ধা মুজিব বাঙালির ইন্তেকাল আজ জানাজা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ছোট দারোগারহাটের পূর্ব লালা নগর গ্রামের বদিউজ্জামান ভূঁইয়া বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক প্রকাশ মুজিব বাঙালি আর নেই। গতকাল ঢাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন (ইন্নালিল্লাহি ..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ আসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর সীতাকুণ্ডের পূর্ব লালা নগরস্থ গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় এই বীরের দাফন সম্পন্ন হবে। মহান মুক্তিযুদ্ধকালে তিনি চট্টগ্রাম শহরে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধজাতীয় পার্টি আনোয়ারা উপজেলা কমিটি অনুমোদন