বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রস্তুতি সভা

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিবাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার সভা গতকাল সোমবার বাকশিস চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৭ অক্টোবর সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বছর খ্যাতিমান চার গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হবে। এরা হলেনঅধ্যক্ষ মেসবাহ উল আলম (মরণোত্তর), অধ্যাপক দিদারুল ইসলাম, অধ্যাপক ও কবি ফাউজুল কবির এবং অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী। এছাড়াও ১৫ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হবে। এরা হলেনঅধ্যাপক কফিল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আবুল খায়ের, উপাধ্যক্ষ মাকছুদুর রহমান চৌধুরী, অধ্যক্ষ তহুরীন সবুর, অধ্যক্ষ মোস্তফা কামাল, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, অধ্যাপক কানু কুমার দে, অধ্যাপক স্বপন কুমার নাথ, অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, অধ্যাপক দেবাশীষ ধর, অধ্যাপক লুৎফুল কিবরিয়া ও অধ্যাপক রতন কুমার দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। গেস্ট অব অনার হিসেবে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সভাপতিত্ব করবেন অধ্যক্ষ দবির উদ্দিন খান ও স্বাগত বক্তব্য দেবেন অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। বিশ্ব শিক্ষক দিবস প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব, অধ্যাপক সুকুমার দত্ত, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যাপক মাকসুদা বেগম, অধ্যাপক সঞ্জীব সেন গুপ্ত, অধ্যাপক ফোরকান উদ্দিন লাহেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের শোক
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মুজিব বাঙালির ইন্তেকাল আজ জানাজা