বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী চৌধুরী

| শনিবার , ১৪ মে, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

ইসলামীয়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক আশিকুন নবী চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। তিনি গতকাল সকালে মাদারবাড়ীস্থ তাঁর বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬২’র শিক্ষা আন্দোলনে চট্টগ্রাম মাধ্যমিক ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি নুরন্নবী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। মৃত্যুকালে নুরুন্নবী চৌধুরীর বয়স হয়েছিল ৮৬ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল সকাল সাড়ে ১০টায় নসু মালুম মসজিদ প্রাঙ্গণে মরহুমের ১ম জানাজা শেষে তাঁর মরদেহ ফেনীস্থ ছাগলনাইয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর ২য় জানাজা শেষে নিজকুঞ্জোরা গ্রামে পৈত্রিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোকসানা বেগম
পরবর্তী নিবন্ধইপিজেড থানা আ. লীগের পুনর্মিলনী ও সভা