বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, গৃহহীনদের গৃহ প্রদান ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মোস্তফা-হাকিম কলেজ চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এম দিদারুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন এলাকার ২৯ জন বীর মুক্তিযোদ্ধা, ২৭টি শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, ১৭ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, কম্বল ও নগদ অর্থ প্রদান ছাড়াও সাতজন গৃহহীনকে গৃহের নাম ফলক তুলে দেওয়া হয়। এছাড়াও ইতিপূর্বে এইচ এম শিপ ইয়ার্ড এর জামালপুরের ২ জন শ্রমিককে গৃহ নির্মাণ করার জন্য নগদ ৩ লাখ ও ২ লাখ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির, আকবরশহ শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ, সহ-সভাপতি মোহাম্মদ লোকমান আলী, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, শ্রমিক নেতা শফি বাঙালি, উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











