বি ইউনিটে পাসের হার ২৮. ৮২ শতাংশ

সি ইউনিটে উপস্থিতি ৭৩ শতাংশ, ডি ইউনিটের পরীক্ষা আজ

চবি প্রতিনিধি | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসনভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ১৩ হাজার ৯১৮ জন ভর্তি আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। যা মোট পরীক্ষার্থীর ৭২ দশমিক ৭৯ শতাংশ। গতকাল শুক্রবার সকালে এক শিফটে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়। একইদিন বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বি ইউনিটের পরীক্ষায় অংশ নেওয়া ২৯ হাজার ৬২০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৩৬ জন। ন্যূনতম ৪০ মার্কস না পেয়ে অকৃতকার্য হয়েছে ২১ হাজার ৮৪ জন। পাসের হার ২৮.৮২ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে জিপিএসহ ১২০ এর মধ্যে সর্বোচ্চ ১০৬.৫ নম্বর পেয়েছেন, ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৮৬.৫ পেয়েছেন। আজ শনিবার ডি ইউনিটের দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে সকালে ও বিকালে মোট ২৭ হাজার ১১২ জন শিক্ষার্থী অংশ নিবে। বি ইউনিটের কো-অর্ডিনেটর ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ আজাদীকে বলেন, ৪২ হাজার ৬৬৭ জনের আবেদনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ২৯ হাজার ৬২০ জন। এর মধ্যে ৮ হাজার ৫৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও সি ইউনিটের কো-অর্ডিনেটর প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, পরীক্ষায় মোট ৭৩ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, সুষ্ঠুভাবে সি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী কাজ করছে। সব ধরনের অনিয়ম রোধে কাজ করে যাচ্ছে বিশেষ টিম। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের অধীনে ৪৮টি বিভাগ ও ৬ ইনস্টিটিউট রয়েছে। এতে মোট ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। শনি ও রবিবার ডি ইউনিট এবং সোম ও মঙ্গলবার এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৫ নভেম্বর বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবী এখন কেমন আছে
পরবর্তী নিবন্ধবেসিক ঠিক থাকলে সফলতা আসবে