নগরীর বাকলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের দায়ে মো. হেলাল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে ভিকটিম কিশোরীকেও উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাতে বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেলাল ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বাংলা বাজার এলাকার মো. মোতালেবের ছেলে। সে বাকলিয়া থানার রাজাখালী রোডের আক্তার সওদাগর কলোনিতে বসবাস করে আসছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কিশোরীর বাবার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বাকলিয়াসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী যুবককে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ অক্টোবর বাকলিয়া থানাধীন চাক্তাই আইডিয়াল স্কুলের সামনের রাস্তা থেকে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় মো. হেলাল। এ ঘটনায় কিশোরীর বাবা বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।