পটিয়ায় বিয়ের দিন কনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে ৭ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা চুরি হয়েছে বলে জানা যায়। গতকাল শনিবার দুপুরে সবাই বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারে গেলে ঘরে কেউ না থাকার সুযোগে উপজেলার বরলিয়া ইউনিয়নের ওকন্যারা গ্রামের শের মোহাম্মদ খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে ঘটনার বর্ণানা নেন।
কন্যার পিতা আলম খাঁন জানান, গতকাল দুপুরে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান হয় পটিয়া উপজেলার আমজুরহাটস্থ হল ওকে সেন্টারে। সন্ধ্যায় তারা ঘরে এসে দেখতে পান আলমিরা ভাঙা। সেখানে রাখা ৭ ভরি স্বর্ণালংকার ও সাড়ে চার লাখ টাকা চুরি করা হয়েছে। চোরের দল আলমিরা থেকে বিভিন্ন ব্যাংকের কয়েকটি চেক বইও নিয়ে যায় বলে তিনি জানান।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, বিষয়টি অস্বাভাবিক। চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।