বিহঙ্গ মায়া

সানোয়ার হোসেন | রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৩৩ পূর্বাহ্ণ

নীল আকাশে ডানা ঝাপটায় মুক্ত বিহঙ্গ,
কাকলিতে সুর মেলায় সমুদ্রের তরঙ্গ।
গাছের ডালে কুকিল ডাকে কুহু কুহু সুর,
শুনে যেন প্রাণ জুড়ায়, আহা কি সুমধুর।
রোজ বিকেলে গাছের ডালে ডাকে কুটুম পাখি,
তাই শুনিয়া দাদি বলে কুটুম্ব এলো বুঝি।
প্রভাত বেলা ঘুম ভাঙে শুনে পাখির ডাক,
মাঝরাতে ডাহুক পাখি দূর বনে তুলে হাক।
প্রকৃতির বন্ধু পাখি নামটি তাহার কাক,
নিজে ঘৃণ্য, তবু দিব্য প্রকৃতি পরিছন্ন থাক।
শীতে আসে হরেক পাখি হয়ে অতিথি,
রূপসী বাংলার খাল বিলের করে শ্রী বৃদ্ধি।
পরিযায়ী পাখি ওরা আসে শীতকালে,
মানুষ নামের রাক্ষসেরা ধরে জাল ফেলে।
হলদে পাখির হলুদ রঙে বিমোহিত হিয়া,
রক্তিম ঠোঁট আর সবুজ পালক নাম তার টিয়া।
ময়ূর নাচে পেখম মেলে মনের আনন্দে,
শৃঙ্খলহীন মুক্ত বিহগ উড়ে স্বাচ্ছন্দ্যে।
চাষীর ফসল রক্ষা করে খেয়ে কীটপতঙ্গ,
শিকারীর করাল থাবায় শত পাখি নিঃসঙ্গ।
বনের পাখি খাচার ভিতর করে ছটপট,
নির্দয় মনুষ্য করে পক্ষির স্বাধীনতা রদ।
বধির বলে কয়না কথা মনে শত কষ্ট,
ক্ষণিকের আনন্দে মানুষ করে পক্ষির জীবন নষ্ট।
কিচিরমিচির পাখির ডাকে মুগ্ধ হয় মন কায়া,
হৃদয় দ্বারে কড়া নাড়ে সে যে বিহঙ্গ মায়া।

পূর্ববর্তী নিবন্ধকবিতাপ্রেমী
পরবর্তী নিবন্ধসমুদ্র