বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। যার জন্য গত সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। গতকাল ১৭ সেপ্টেম্বর বুধবার আসন্ন বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোয়ন বিতরণজমা, যাচাইবাছাই, চূড়ান্তকরণ, নির্বাচন ও ফলাফলের দিনক্ষণ অনুসরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট
পরবর্তী নিবন্ধসাকিবের ঝড়ো ব্যাটিংয়েও বিদায় নিল ফ্যালকনস