বিসিবি একাডেমি কাপ শুরু ব্রাদার্স হারালো পোর্ট সিটিকে

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত একাডেমি কাপ ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের খেলা সমূহ গতকাল শনিবার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেঙে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি মিডিয়া কমিটির সদস্য সচিব এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। চট্টগ্রাম বিভাগের মোট ১৮টি একাডেমি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম দিনের খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৮৬ রানে হারিয়েছে পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে। টসে জিতে প্রথমে ব্যাট করে ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট একাডেমি। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। দলের সাফায়েত হোসেন ১০৫ এবং সাজ্জাদ অনিক ৯০ রান করে অপরাজিত থাকেন। পোর্ট সিটি ক্রিকেট একাডেমির রাতুল ইরফান ২টি,মাহতাবউদ্দিন এবং মো. জোবায়ের ১টি করে উইকেট নেন। জবাবে পোর্ট সিটি ৪৪.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৮৮ রান করে। দলের আরাফাতুল ইসলাম ৩৪ রান করেন। মাহতাবউদ্দিন ৪০ রানে অপরাজিত থাকেন। ব্রাদার্স একাডেমির ইমতিয়াজ রাশিদ, আবির জোবায়েদ এবং ইশতিয়াক আশফাক ২টি করে উইকেট দখল করেন। তাফসিরুল আলম ১টি উইকেট পান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক জিএম হাসান, শওকত হোসেন, বিসিবি এইচপি কোচ নুরুল আবেদীন নোবেল, বিভাগীয় কোচ মমিনুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনতুন গান নিয়ে হাজির তারিক মৃধা
পরবর্তী নিবন্ধঅনি স্মৃতি টেবিল টেনিস লিগ কাল শুরু