সাকিব আল হাসানকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১জন ক্রিকেটারের নামের তালিকা ঘোষণা করেছে বিসিবি। এর মধ্যে তিন ফরম্যাটেই খেলবেন এমন ক্রিকেটার, শুধু টেস্ট, ওয়ানডে এবং টেস্ট এই ফরম্যাট এবং শুধু টি-টোয়েন্টির চুক্তিভূক্ত সবাই রয়েছেন। গত জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত এই ক্রিকেটাররা থাকবেন বিসিবির চুক্তির আওতায়।
চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম
টেস্ট-ওয়ানডে ও টি-টোয়োন্টি এই তিন ফরম্যাটর চুক্তিতে রয়েছেন যারা: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
শুধু টেস্ট এবং ওয়ানডেতে রয়েছেন যারা: তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ।
শুধু টেস্টে রয়েছেন যারা: মোমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদুল হাসান জয়।
ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে রয়েছেন যারা: মাহমদুউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান এবং আফিফ হোসেন ধ্রুব।
শুধু টি-টোয়েন্টির চুক্তিতে রয়েছেন যারা: নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাইম শেখ এবং শেখ মাহেদী হাসান।
 
        
