আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন ভারতের রবীন্দ্র জাদেজা । তার কাছে শীর্ষস্থান হারিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার । ৩৮৬ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে জাদেজা। ভারতীয় এই ক্রিকেটার প্রায় চার বছর পর ফিরলেন অলরাউন্ডারদের শীর্ষে। ৩৮৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন হোল্ডার। এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কুইন্টন ডি কক। দুই ধাপ এগিয়ে ১৮ মাস পর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন তিনি। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে সবশেষ সেরা দশে ছিলেন ডি কক। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশের বাকি জায়গায় আসেনি পরিবর্তন।