বিশ্ব সুন্নী আন্দোলন মহানগরের সালাতু সালাম মাহফিল

| শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ‘আহলে রাসুলের প্রেমিকরাই সুন্নী এবং মোয়াবিয়া এজিদের দালাল সুন্নীয়তের শত্রু খারেজি বাতিল’ শীর্ষক আলোচনা সভা ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। সভায় নেতৃবৃন্দ বলেন, আহলে রাসূলের খুনি দুশমন মোয়াবিয়া এজিদের পক্ষে থাকা মানেই আহলে রাসূলের বিরুদ্ধে দাঁড়ানো এবং মোয়াবিয়া এজিদের সকল কুফর খুন জুলুম মুলুকিয়তের অংশীদার হওয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটইটং আলহেরা একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঅহিংস আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে