টইটং আলহেরা একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

| শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং আলহেরা মডেল একাডেমির উদ্যোগে তিনদিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা গত সোমবার পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা মুহাম্মদ জিয়াউল হক শফিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুুল্লাহ ফিরোজ। প্রধান শিক্ষক এম তারেকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম, ডা. মোসলেম উদ্দিন, দিদারুল ইসলাম, মুহাম্মদ রিয়াদ উদ্দিন, মুহাম্মদ আমিন শরীফ ও মাওলানা মুহাম্মদ এনামুল হক।

আলোচকগণ তাদের আলোচনায় ৫২ এর ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার সর্বস্তরে বাংলাকে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের আলোচনা ও পারিবারিক সম্মিলন
পরবর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন মহানগরের সালাতু সালাম মাহফিল