বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি জেলার র‌্যালি

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি জেলার উদ্যোগে গত ২৪ অক্টোবর চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে এক র‌্যালি লালখানবাজার ,কাজীর দেউড়ি মোড় হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশ। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ক্লাবের রোটারিযয়নবৃন্দ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব রোটারিয়ান হাবিব মহিউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর আবু ফয়েজ খাঁন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রুহেলা খাঁন চৌধুরী, ডিস্ট্রিক্ট নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিপি সামিনা ইসলাম, জালাল উদ্দিন বাবলু, মাহফুজুল হক, সানিউল ইসলাম, সুদীপ কুমার চন্দ, মোহাম্মদ আশরার, মোহাম্মদ আকবর হোসান, জাহেদা আক্তার মিতা, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো. আশেকে এলাহী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসেল সোনা
পরবর্তী নিবন্ধসীবলী সংসদের প্রবারণাত্তোর তারুণ্য নাইট উৎসব