বিশ্বসেরা গবেষকের তালিকায় সিআইইউর উপাচার্যসহ নয় শিক্ষক

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৪:২১ অপরাহ্ণ

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বমানের গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্যসহ নয় শিক্ষক।

গত ২৩ এপ্রিল প্রকাশিত প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বসেরা গবেষকদের তালিকায় উঠে এসেছে সিআইইউর এসব শিক্ষকদের নাম। তাদের পাশাপাশি বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের আরও ৭ লাখ ২৯ হাজার গবেষকের নাম প্রকাশ করেছে অ্যালপার ডগার।

সিআইইউ’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী ছাড়াও তালিকায় স্থান পাওয়া অপর শিক্ষকরা হলেন অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ড. সৈয়দ মনজুর কাদের, ড. নাঈম আবদুল্লাহ, ড. রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, ড. ইমন কল্যাণ চৌধুরী, সহকারি অধ্যাপক গোলাপ কান্তি দে এবং রাহাত বারী তুহিন।

অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার মানবসম্পদ গবেষণায় দেশের সেরা তিন গবেষকের একজন নির্বাচিত হয়েছেন।

এদিকে, বিশ্বমানের গবেষকদের তালিকায় সিআইইউ’র সুনাম কুড়ানো এসব শিক্ষকদের নাম উঠে আসায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

প্রসঙ্গত: চলতি বছর ১২ ক্যাটাগরিতে গবেষকদের এই নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

এবার বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন।

গুগল স্কলারের রিসার্চ, বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে ওয়েবসাইটে।

পূর্ববর্তী নিবন্ধলাখ লাখ কম্পিউটার অচল করে দিয়েছিল যে ভাইরাস
পরবর্তী নিবন্ধবান্দরবানের লামায় ডায়রিয়ার প্রকোপ