বিশ্বসেরা ইউটিউবার মোহাম্মদ আল-ফারুক এখন চট্টগ্রামে

| বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

বর্তমান বিশ্বে ইউটিউব দেখেন না এমন মানুষ খুব কমই আছে। শিশু থেকে শুরু করে যুবক বয়সীরা সকলেই প্রায় সময় ইউটিউবে ব্যস্ত থাকেন। পড়ন্ত বয়সের মানুষও প্রতিদিন একবার হলেও ইউটিউব সার্চ করেন। এই ইউটিউবে কনটেন্ট যারা তৈরি করেন তাদের মধ্যে একজন বিশ্বসেরা ইউটিউবার মোহাম্মদ আল-ফারুক এখন চট্টগ্রামে। আমেরিকার নিউজার্সি থেকে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির কথা শুনে ছুটে এসেছেন ধারণ করে তা ইউটিউবে আপলোড করতে। বর্তমানে তিনি চট্টগ্রাম রেডিসন-ব্লু পাঁচতারকা হোটেলে থেকে চট্টগ্রামের ভিডিও ধারণ করছেন।
গত তিনদিন তিনি দেশের প্রথম গ্রিন শীপইয়ার্ড পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, পিএইচপি প্রোটন এবং পিএইচপি রিফ্লেকটিভ গ্লাস, মিরর ও টেম্পার্ডগ্লাস রেকর্ডিং করেন। এসময় পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর হোসেন সোহেল ও পিএইচপি অটোমোবাইল্‌স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন। তাছাড়া তিনি চট্টগ্রামের উন্নয়নের চিত্রধারণ করে ইউটিউবে সংযোজন করবেন। এই বাঙালি ব্যাক্তি দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করে আসছেন। তার জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম অ্যাডভেঞ্চার টিউব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ও ওজনে কম দেওয়া
পরবর্তী নিবন্ধদুই চোখের কর্নিয়া সংগ্রহ সন্ধানীর