দুই চোখের কর্নিয়া সংগ্রহ সন্ধানীর

| বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুইটি চোখের কর্নিয়া সংগ্রহ করা হয়। কর্নিয়া দুইটি দান করেন নগরীর কোতোয়ালি থানার ৮৬ বছর বয়সী প্রয়াত সুনীল বড়ুয়া। সুনীল বড়ুয়া বুধবার সকালে বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেন। স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ থাকায় তার মৃত্যুর পর তার পরিবারের সাথে যোগাযোগ করার পর সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সদস্যরা প্রয়াত সুনীল বড়ুয়ার ছেলে রুপম কুমার বড়ুয়ার অনুমতি সাপেক্ষে সকাল সাড়ে ১১টায় কর্নিয়া সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়।
সফলভাবে কর্নিয়া সংগ্রহে নেতৃত্ব দেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. মোহাম্মদ ওমর ফয়সাল। টিমের অন্যান্য সদস্যরা হলেন- উপদেষ্টা ডা. শিহাবউদ্দিন আহমেদ, তাসনোভা হাসান, ফাহিম শাহরিয়ার, ৫৮তম প্রজন্মের ডা. অরবিন্দ চক্রবর্তী, ডা. নাজমুস সাকিব, ৫৯তম প্রজন্মের মো. রোমানুল ইসলাম, ৬০তম প্রজন্মের সাদ, আমজাদ, রিমা, আসিফা, ৬১তম প্রজন্মের সাফা, উত্তম, সুস্মিতা, ইভা, কেয়া, তাহের, জিম এবং ৬২তম প্রজন্মের সাখাওয়াত, সাকিব, ক্বাবিদ, ইয়াসিন, সামিন প্রমুখ। এরপর অতি দ্রুত কর্নিয়া ২টি ঢাকার সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিতে প্রেরণ করা হয়। রূপম কুমার বড়ুয়া সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের পুরো টিমকে ধন্যবাদ জানান এবং এ ধরনের কাজকে স্বাগত জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বসেরা ইউটিউবার মোহাম্মদ আল-ফারুক এখন চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ২