বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

মাঙ্কিপক্স

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৫:১৩ পূর্বাহ্ণ

প্রতিনিয়ত নতুন নতুন দেশে রোগী শনাক্ত হওয়ার খবর আসার মধ্যেই মাঙ্কিপক্সকে বিশ্বজুড়ে গণস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও-র জরুরি অবস্থা ঘোষণার অর্থ এ রোগের বিরুদ্ধে বিভিন্ন দেশের সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো। কোনো রোগের বিরুদ্ধে ডব্লিউএইচওর এটাই সর্বোচ্চ সতর্কবার্তা। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ডব্লিউএইচও সাতবার বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সর্বশেষ ঘোষণাটি এসেছিল ২০২০ সালে কোভিড-১৯ কে নিয়ে। খবর বিডিনিউজের।
দ্য গার্ডিয়ান জানায়, গত বৃহস্পতিবার ডব্লিউএইচও-র বিশেষজ্ঞ কমিটির বৈঠকের পর মাঙ্কিপক্স নিয়ে এ ঘোষণা এসেছে।
মাঙ্কিপক্স ভাইরাস সংক্রমিত রোগ। সাধারণত মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোতে প্রাণীদের এ রোগ হতে দেখা যায়। প্রাণীদেহ থেকে এ রোগ মানবদেহে ছড়ায়। আফ্রিকার দেশগুলোতে এর আগে কয়েকবার এ রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। তাই কোভিড-১৯ এর মত এ রোগ নতুন নয়। এ রোগের চিকিৎসাও আছে। কিন্তু এবার যেসব দেশে এ রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে সেসব দেশে এই ভাইরাস থাকার কথা না। যে কারণে এবারের প্রাদুর্ভাবকে নজিরবিহীন বলা হচ্ছে।
যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্স আক্রান্ত কয়েকশ রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইসরায়েল, ব্রাজিল, মেক্সিকোসহ আরো বেশ কয়েকটি দেশ মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।
ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমে মাঙ্কিপক্সের ভাইরাস এক দেহ থেকে আরেক দেহে ছড়ায়। এবারের প্রাদুর্ভাবে পুরুষরা বিশেষ করে সমকামী পুরুষরা বেশি আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাত আজাদী প্রতিবেদন নগরীতে কামরুল ইসলাম (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া বশির শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কামরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। গার্মেন্টস কারখানায় কাজ করা কামরুলের বাবার নাম হেমায়েত উদ্দিন। তাদের বাড়ি বরিশাল হলেও তারা নগরীর সরাইপাড়া এলাকায় থাকেন। কামরুলের ভাই মো. হাসান জানান, শনিবার সন্ধ্যায় চাকরি থেকে আসার পর বন্ধুদের নিয়ে বশির শাহ মাজার এলাকায় যায় কামরুল। সেখানে কে বা কারা তার ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এর কারণ কীও আমরা বলতে পারছি না। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ওই যুবককে চারটি ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে ছুরিকাঘাতকারী তার পূর্ব পরিচিত বলে আমরা জানতে পেরেছি। তবে সে কিছুটা সুস্থ হলে, তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।
পরবর্তী নিবন্ধছাত্রী হেনস্তার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে