চলমান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা। আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ ৭৫ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১৯ লাখেরও বেশি মানুষ। এদিকে এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়। খবর বাংলানিউজের।
তথ্য অনুয়ায়ী, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও সাড়ে ১০ হাজার ৩৪৪ মানুষ এবং আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২০১ জন। এছাড়া মঙ্গলবার বিশ্বজুড়ে মারা যায় ৭ হাজার ৯৬৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩ লাখ ৬৬ হাজার ৪০০ জন। ফলে মঙ্গলবারের তুলনায় নতুন মৃত্যু ২ হাজারেরও বেশি বেড়েছে এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে।