বিশ্বকাপ স্কোয়াড হবে ৩০ জনের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

করোনার কারণে অনেক নিয়মেই বদল এসেছে। অনেক কিছুই শিথিল করা হয়েছে। এমনই একটি বদল এলো বিশ্বকাপের দলের আকারে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাড়তি ৭ জনকে স্কোয়াডে রাখতে পারবে দলগুলো। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অনুমোদনের কথা জানিয়েছে আইসিসি। গত বছর সিনিয়র পুরুষ ও নারী টুর্নামেন্টের জন্য স্কোয়াডের সদস্য সংখ্যা সর্বোচ্চ ২৩ জন নির্ধারণ করে দিয়েছিল আইসিসি। এর মধ্যে ১৫ জন ক্রিকেটার এবং ৮ জন স্টাফ। বয়সভিত্তিক টুর্নামেন্টে জন্য দলের আকার ছিল ২০ জনে সীমাবদ্ধ। কিন্তু চলতি বছরের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে দলগুলো স্কোয়াডে ২২ জন ক্রিকেটারসহ মোট ৩০ জন সদস্য নিয়ে যেতে পারবে। মূলত করোনার কারণেই এই নিয়মবদল করেছে আইসিসি। কোয়ারেন্টাইন বাধ্যবোধকতা, সীমান্তে কড়াকড়িসহ নানা ঝামেলা যোগ হয়েছে সামপ্রতিক সময়ে। এসব বিষয় মাথায় রেখে চোট পাওয়া বা অসুস্থ ক্রিকেটারদের কাভারের জন্য বৈশ্বিক আসরগুলোতে বাড়তি সদস্য নিয়ে যাওয়ার অনুমতি দিল আইসিসি।

পূর্ববর্তী নিবন্ধফুটবল কমিটি ঘোষণা করায় আলোচনায় আবার সিজেকেএস সাব কমিটি
পরবর্তী নিবন্ধফকিরহাটে পুড়েছে তুলার গুদামসহ ৪দোকান