ফকিরহাটে পুড়েছে তুলার গুদামসহ ৪দোকান

রাউজান প্রতিনিধি | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা সদরের ফকিরহাটে অগ্নিকাণ্ডে পুড়েছে দুই তুলার গুদামসহ ৪টি দোকান পুড়ে গেছে।
গত ১ এপ্রিল দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাউজান থানা রোড়ে ফকিরহাট এলাকায়। ঘটনার সংবাদ পেয়ে রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রাউজান ফায়ার সার্ভিসের টিম লিডার নেচার উদ্দিন জানিয়েছেন, আগুনে পুড়েছে সন্তোষ চৌধুরীর একটি গুদামসহ দোকান, মোহাম্মদ আব্দুল নবীর দোকানসহ লেপতোষকের গুদাম, মোহাম্মদ শাহ্‌জাহান, রতন দের ১টি করে দোকান। তিনি জানান সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করলেও ২টি গুদামসহ চার দোকান পুড়ে যায়। এই ঘটনায় ৫ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। আগুন নেভানোর কাজে সহায়তা করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ স্কোয়াড হবে ৩০ জনের
পরবর্তী নিবন্ধগাউছিয়া কমিটি করোনা টিমকে চিটাগং লায়ন্স ক্লাবের অনুদান