টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করেছেন বাবর আজম। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক দেখিয়েছেন তার নেতৃত্বগুণও। যদিও শেষ পর্যন্ত ফাইনালে খেলা হয়নি তার দল পাকিস্তানের। তবে আইসিসির বিশ্বকাপ সেরা একাদশের অধিনায়ক হয়েছেন তিনিই। ধারাভাষ্যকার, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও সাংবাদিকদের নিয়ে গড়া নির্বাচক প্যানেলের মাধ্যমে ২০ ওভারের বৈশ্বিক আসরের সেরা একাদশ সাজানো হয়েছে। যেখানে রাখা হয়নি ভারতের কাউকে। আইসিসি বিশ্বকাপ সেরা একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী): ১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ২. জস বাটলার (উইকেটরক্ষক, ইংল্যান্ড),৩. বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ৪. চারিথ আসালাঙ্কা (শ্রীলংকা), ৫. এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা), ৬. মইন আলি (ইংল্যান্ড),৭. ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা), ৮. অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া), ৯. জশ হেইজেলউড (অস্ট্রেলিয়া),১০. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড),১১. আনরিক নরকিয়া (দক্ষিণ আফ্রিকা), দ্বাদশ ক্রিকেটার: শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।