ভারত সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ২০১১ সালে। নিজেদের মাঠে অনুষ্ঠিত সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এক যুগ পেরিয়ে আবারও হাতছানি দিচ্ছে শিরোপা। চেনা কন্ডিশন, চেনা মাঠের বিচারে ফাইনালে অস্ট্রেলিয়ার চেয়ে একধাপ এগিয়েই আছে তারা। অধিনায়ক রোহিত শর্মার কাছে ফাইনালে পৌঁছানোই সবার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্তে। ঘরের মাঠে অনুষ্ঠিত এক যুগ আগের সেই বিশ্বকাপে দলে ছিলেন না রোহিত। সেই আক্ষেপ এখনো পোড়ায় তাকে। এরপর দুটি বিশ্বকাপ খেললেও যেতে পারেননি ফাইনালে। এবার দলের নেতৃত্ব তার কাঁধে। শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীও তিনি। গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘নিঃসন্দেহে বিশ্বকাপ ফাইনাল বিশাল উপলক্ষ। যে স্বপ্ন আমরা দেখেছি তা পূরণের দ্বারপ্রান্তে। এটাই একজন পেশাদার ক্রীড়াবিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে, তা মাথার বাইরে রেখে কীভাবে মনোযোগ ঠিক রাখা যায়। এটাই আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত। তাই শান্ত ও স্থির থাকা জরুরি। কারণ এভাবেই পরিকল্পনাকে আরও ভালোভাবে কার্যকর করা যায়। বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ রোজ আসে না। আমি ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। তাই আমার কাছে এটাই সবচেয়ে বড় উপলক্ষ হবে। আমি অধিনায়ক হওয়ার পর থেকে এই দিনটির জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। অধিনায়ক ও কোচের মধ্যে প্রচুর আলোচনার পর সবার ভূমিকা স্পষ্ট করে দিয়েছি। এই মঞ্চে পৌঁছানোর পেছনে এর গুরুত্ব বিশাল। মাইন্ডসেট ধরে রাখতে আমরা এখন পর্যন্ত নিজেদের সেরা চেষ্টাটা করেছি। আশা করি কালও করব।’ অস্ট্রেলিয়াকে নিয়ে রোহিত বলেন, ‘অস্ট্রেলিয়ার শেষ আট ম্যাচের আটটিই জিতেছে। তারা ভালো ক্রিকেটে খেলেছে এবং দুই দলই ফাইনাল খেলার যোগ্য। আমরা জানি, অস্ট্রেলিয়া কী করতে পারে। তারা খুবই পরিপূর্ণ দল। নিজেরা কী করতে পারি, সেদিকে মনোযোগ দিতে চাই। নিজেদের ক্রিকেট ও পরিকল্পনার কথা না ভেবে, তারা কেমন ফর্মে আছে সেটা নিয়ে চিন্তা করতে চাই না আমরা।’