নিজ দেশের জাতীয় দলের কোচ হিসেবে দিদিয়ে দেশম পার করে দিয়েছেন এক দশকেরও বেশি সময়। শুরুর ধাপে দুটি টুর্নামেন্টে আশা জাগিয়েও শেষ পর্যন্ত সঙ্গী হয় হতাশা। অবশেষে রাশিয়া বিশ্বকাপে দেশের মানুষের মুখে বিশ্ব সেরার হাসি ফোটায় দেশমের দল। একই সাথে গড়েন এক ইতিহাস। খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী তারকা এই দেশম। এবারে কাতারেও তারা আছে শিরোপা ধরে অভিযানে।
চলতি অভিযানে শেষটা যেমনই হোক, ভবিষ্যতেও দলের দায়িত্বে দেশমকে চায় ফ্রান্সের ফুটবল সংস্থা। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লু গেরেত আশাবাদী দায়িত্ব চালিয়ে যাবেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০১২ সালে দায়িত্ব নেওয়া দেশমের কোচিংয়ে ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ফ্রান্স। আর ২০১৬ ইউরোয় তারা হয় রানার্সআপ। তার ওপর ধরে রাখা আস্থা ও চেষ্টার ফল মেলে ২০১৮ সালে।
রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে তারা। এর মাধ্যমে খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ জয়ের পর কোচ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান ৫৪ বছর বয়সী এই কোচ। গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সময়টা খুব খারাপ কাটে ফ্রান্সের। ছিটকে যায় শেষ ষোলো থেকে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি দারুণ সব প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি।
ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় হারানোর পরও চলতি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে তারা। উঠে এসেছে সেমি-ফাইনালে। আর দুটি জয় পেলেই ৬০ বছর প্রথম দেশ হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে দেশমের দল। আগামীকাল বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। অনেকেরই ধারণা বিশ্বকাপে ফ্রান্স কেমন করবে তার ওপর নির্ভর করবে দেশমের ভবিষ্যৎ।
কারণ বিশ্বকাপ দিয়েই তার চুক্তির মেয়াদ শেষ হবে। অনেকদিন ধরে একটা গুঞ্জন শোনা যায়, বিশ্বকাপের পর দেশমের স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক ফরাসি মিডফিল্ডার জিনেদিন জিদান। লু গেরেত অবশ্য দেশমকেই দায়িত্ব চালিয়ে যেতে দেখতে চান। ফ্রান্সের ক্রীড়া প্রত্রিকা লেকিপেকে গতকাল সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে দেশমের মানের কোচ খুব বেশি নেই। এমন ভালো একজন কোচ ও টেকনিক্যাল কর্মী পেয়ে আমরা ভাগ্যবান।
ভবিষ্যতে তাকে পাওয়ার ব্যাপারে খেলোয়াড়দের আশ্বস্ত করা দরকার। দিদিয়ের দেশম তার কার্যকারিতা হারাননি। তিনি সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেন। কোচের পদে মেয়াদ বাড়ানোর বিষয়টি সম্পূর্ণভাবে তার ওপর নির্ভর করে। এই মানের একজন কোচ খুঁজে পাওয়া সহজ নয়। তিনিই সিদ্ধান্ত নেবেন। আমি আশা করি তিনি হ্যাঁ বলবেন।