বিশাল জয়ে শুভসূচনা চট্টগ্রামের

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় শুভসূচনা করেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল ২৪ ডিসেম্বর চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৮ দল ১৪৭ রানের বিশাল ব্যবধানে নোয়াখালী জেলা অনূর্ধ্ব১৮ দলকে পরাজিত করে। টসে জিতে নোয়াখালী প্রথমে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠায়। ৪৭.৩ ওভার খেলে চট্টগ্রাম ১৯৯ রানে অল আউট হয়। জবাবে নোয়াখালী চট্টগ্রামের বোলিং তোপে পড়ে মাত্র ৫২ রানে বুক্‌ড হয়ে যায়। দলীয় মাত্র ৪ রানে মাথায় চট্টগ্রাম প্রথম উইকেট হারায়। এরপর ওপেনার আবিদ এক দিক ধরে খেলার চেষ্টা করেন। তিনি ৩৭ রান করেন ৭৩ বল খেলে ৪টি চারের সাহায্যে। তবে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ রান আসে ওয়ালিদ মুরাদ চৌধুরীর ব্যাট থেকে। ওয়ালিদ ১২৪ বল খেলে ৯৩ রান করেন। ১৪টি চার এবং ১টি ছক্কা হাঁকান এই ব্যাটার। অন্যদের মধ্যে আদিল চৌধুরী ১৪ এবং ইমরান হোসেন সামী ১১ রান করেন। এরা ছাড়া বাকিদের কেউই দ্বিঅংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে চট্টগ্রামের ইনিংসে যোগ হয় ২৪ রান। নোয়াখালী দলের ইমতিয়াজ আহমেদ ২৫ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট দখল করেন। এছাড়া শাহনেওয়াজ হোসেন এবং নবায়েত আলম ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান রবিউল আওয়াল এবং তাহসিন মজিব। জবাবে নোয়াখালী চট্টগ্রামের বোলিংয়ের সামনে মোটেই সুবিধা করতে পারেনি। শুরু থেকেই ধুকতে থাকে তাদের ব্যাটাররা। দলীয় ১ রানে প্রথম উইকেট পতনের পর থেকেই উইকেট হারাতে থাকে তারা একের পর এক। ২৫.৫ ওভার খেলে মাত্র ৫২ রানে অল আউট হয়ে যায় নোয়াখালী। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ইমতিয়াজ আহমেদের ব্যাট থেকে। ৬ নম্বরে খেলতে নেমে তিনি ৩৮ বলে ২৪ রান তুলে অপরাজিত থাকেন। ৪টি চার এবং ১টি ছক্কা ছিল তার ইনিংসে। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১০ রান। তাদের সাত ব্যাটারই শূন্য রানে আউট হন। চট্টগ্রামের পক্ষে বাঁ হাতি স্পিনার আরাফ হোসেন ৬ ওভার বল করে ৩ মেডেনে মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। এছাড়া আশরাফুল ইসলাম ৬ রান দিয়ে ৩টি এবং মিনহাজুল ১ রান দিয়ে ২টি উইকেট পান। ১টি উইকেট লাভ করেন ইমরান হোসেন সামি।

পূর্ববর্তী নিবন্ধলবণবাহী কার্গো বোটে অজ্ঞাত ফিশিং ট্রলারের ধাক্কা, যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে মাটিরাঙা চ্যাম্পিয়ন