বিলে পাওয়া গেল ১৫ কেজির বোয়াল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে হাজীপাড়া গ্রামের একটি বিলে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বোয়াল মাছ। গতকাল সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়দের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা বলেন, হাজীপাড়ার উত্তরবিলে বৃষ্টির কারণে স্থানীয় রুই খাল থেকে পানি উপচে পড়ে। ফলে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। মো. খোকন (৩০) নামে এক যুবক পাঁচ বন্ধুসহ ওই বিলে মাছ ধরতে যায়। এক পর্যায়ে দুটি মাছ দেখতে পেলেও একটি ধরতে সক্ষম হন তারা। পরে মাছটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন তারা।
এদিকে বিলে ১৫ কেজি ওজনের বোয়াল মাছ পাওয়ার বিষয়টি জানাজানি হলে অনেকে সেটি দেখতে ভিড় করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, বিলে বড় বোয়াল মাছ পাওয়ার বিষয়টি বিষ্ময়কর। এটি কর্ণফুলী নদী থেকে পানির স্রোতে বিলে ভেসে এসেছে বলে ধারণা করছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজালিয়াতিতে যখন সিঅ্যান্ডএফ এজেন্ট
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ আটক ১৫৬