জালিয়াতিতে যখন সিঅ্যান্ডএফ এজেন্ট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

আমদানিকারকের মনোনীত প্রতিনিধি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টের বিরুদ্ধে জালিয়াতির আশ্রয় নিয়ে পণ্য খালাসের অভিযোগ অনেক পুরনো। আমদানি-রপ্তানি পণ্যের ক্ষেত্রে ডুকুমেন্টেশনের কাজটি সিএন্ডএফ এজেন্টই করে থাকে। অভিযোগ রয়েছে, অসাধু আমদানিকারকের সাথে যোগসাজশ করে পণ্য খালাস করে থাকেন একশ্রেণির সিএন্ডএফ এজেন্ট। তাদের এ কাজে সহযোগী হয় কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তা। গত ৫ অর্থবছরে মিথ্যা ঘোষণায় আসা পণ্য খালাসের চেষ্টা এবং বিভিন্ন অনিয়মের দায়ে ৯৭টি সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক স্থগিত এবং ৮টির লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল করে কাস্টমস কর্তৃপক্ষ। এরমধ্যে কেবল চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) সাময়িক স্থগিত করা হয় ৪২টি লাইসেন্স এবং বাতিল করা হয় ৩টি।
চট্টগ্রাম কাস্টমসের লাইসেন্স শাখা সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে বাতিল করা ৮ প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স ফেয়ার লজিস্টিকের মালিকের বিরুদ্ধে ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করে লাইসেন্স গ্রহণের অভিযোগও রয়েছে। গত ২০১৬ সালের ৩১ মার্চ তার লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বছরের ৯ মে দুইলাখ টাকা সঞ্চয়পত্র বাজেয়াপ্তপূর্বক লাইসেন্স বাতিল করে কাস্টমস। এছাড়া মেসার্স এইচ কে এন্ড কোং (প্রা:) লিমিটেডের বিরুদ্ধে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে বিদেশে অর্থপাচারের অভিযোগ উঠলে গত ২০১৯ সালের ২১ অক্টোবর তাদের লাইসেন্স স্থগিত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের ২২ জানুয়ারি ২০ লাখ টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিল করে কাস্টমস। অপরদিকে ঘোষণার অতিরিক্ত ও ঘোষণা বহির্ভূত পণ্য খালাসের চেষ্টার দায়ে গত বছরের ১৪ জানুয়ারি মেসার্স ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লিমিটেডের লাইসেন্স স্থগিত করা হয়। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বছরের ১৬ জুলাই দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি তাদের লাইসেন্স বাতিল করে কাস্টমস। এছাড়া ঘোষণাতিরিক্ত পণ্য আমদানি ও খালাসে সহযোগিতার দায়ে গত বছরের ৭ জানুয়ারি মেসার্স অন্তরালয়ের লাইসেন্স সামিয়ক স্থগিত করা হয়। পরবর্তীতে একই বছরের ১৬ জুলাই এক লাখ ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে লাইসেন্স শাখার কর্মকর্তারা। এছাড়া ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঘোষণা বহির্ভূত পণ্যের চালান খালাসে আমদানিকারককে সহযোগিতার দায়ে মেসার্স খায়ের ব্রাদার্সের লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বছরের ১৭ সেপ্টেম্বর ১ কোটি টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিল করে কাস্টমস। অন্যদিকে মিথ্যা ঘোষণায় আমদানি পণ্য খালাস চেষ্টার অভিযোগে ২০১৬ সালের ২২ মার্চ ফোর স্টার ট্রেডিং কোম্পানির লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়। পরবর্তীতে গত বছরের ৩১ ডিসেম্বর ১ কোটি টাকা জরিমানার পাশাপাশি তাদের লাইসেন্স বাতিল করে কাস্টমস। এছাড়া ঘোষণা বহির্ভূত পণ্য খালাসে আমদানিকারককে সহযোগিতার অভিযোগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি মেসার্স ওএসএল ট্রেডিং ট্রেড (প্রাঃ) লিমিটেডের লাইসেন্স স্থগিত করে কাস্টমস। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি অর্থবছরে ১৭ জানুয়ারি ১৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি তাদের লাইসেন্স বাতিল করা হয়। অপরদিকে ঘোষণাতিরিক্ত, আমদানি নিষিদ্ধ/শর্তযুক্ত পণ্য খালাসের অভিযোগে গত বছরের ৭ জানুয়ারি মেসার্স বিপাশা ইন্টারন্যাশনালের লাইসেন্স স্থগিত করে কাস্টমস। পরবর্তীতে চলতি বছরের ১৮ জানুয়ারি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিল করা হয়। এছাড়া মেসার্স সাফা মুন্নি লিমিটেডের (রহমান এন্ড সরোয়ার) বিরুদ্ধে ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির অভিযোগে গত ২০১৯ সালের পহেলা ডিসেম্বর লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ১৯ মে ৭ লাখ টাকা জরিমানার পাশাপাশি তাদের লাইসেন্স বাতিল করে কাস্টমস কর্তৃপক্ষ।
গত ২০১৩-২০১৪ অর্থবছরে সামিয়ক স্থগিত হওয়া একমাত্র সিএন্ডএফ প্রতিষ্ঠান ছিল মেসার্স জায়ান্ট শিপিং লাইন্স লিমিটেড। এছাড়া ২০১৫-২০১৬ অর্থবছরে স্থগিত হওয়া ৬ সিএন্ডএফ প্রতিষ্ঠানগুলো হলো-ফ্লাশ ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স আহমদ এন্ড ফয়সল ইন্টারন্যাশনাল, মেসার্স বি লাইন বাংলাদেশ, মেসার্স এনএইচ শিপিং লাইন্স, মেসার্স শরিফ এন্ড সন্স এবং মেসার্স তামিম ট্রেড কর্পোরেশন লিমিটেড। ২০১৬-২০১৭ সালে সাময়িক স্থগিত হওয়া ৫ প্রতিষ্ঠান হলো-মেসার্স সুরমা ট্রেডিং কপোরেশন লিমিটেড, মেসার্স প্রদীপ ইন্টারন্যাশনাল, মেসার্স ইফরাত এন্টারপ্রাইজ, মেসার্স মেহেরুন সিন্ডিকেট, মেসার্স রাবেয়া এন্ড সন্স, মেসার্স সালাম এন্টারপ্রাইজ, মেসার্স ফ্রেজার ফ্রেইট ফওয়ার্ডার্স, মেসার্স এঙপ্রেস এজেন্সি, মেসার্স ডিলাইট সিএন্ডএফ লিমিটেড এবং মেসার্স গ্র্যাজুয়েট ইন্টারন্যাশনাল। ২০১৮-২০১৯ অর্থবছরে স্থগিত হওয়া ১১ প্রতিষ্ঠান হল- মের্সাস অঙফোর্ড শিপিং লিমিটেড, মেসার্স জোবায়ের ট্রেডিং কর্পোরেশন, মেসার্স করোনা এসোসিয়েটস, মেসার্স এম আর ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স চাকলাদার সার্ভিস, মেসার্স স্মরণিকা শিপিং কাইজেন লিমিটেড, মেসার্স এম এন্ড কে ট্রেডিং কর্পোরেশন, মেসার্স লায়লা ট্রেডিং কোম্পানি, মেসার্স মজুমদার ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স লাবনী এন্টারপ্রাইজ, মেসার্স পিআই শিপিং কোম্পানি। এছাড়া ২০১৯-২০২০ অর্থবছরে সাময়িক স্থগিত হওয়া ২৭ প্রতিষ্ঠান হলো-মেসার্স ওয়াটার ওয়েজ শিপিং এজেন্সীজ, মেসার্স আদিব ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স এফএন্ডএফ এন্টারপ্রাইজ, মেসার্স সাইমুন ইন্টারন্যাশনাল, মেসার্স ইন্টারনেট কর্পোরেশন, মেসার্স এসকেডি এন্টারপ্রাইজ, মেসার্স ইকবাল এন্ড ব্রাদার্স-১, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ-১১, মেসার্স পিপলস ট্রেডিং কর্পোরেশন, মেসার্স পেলিকন্স লিমিটেড, মেসার্স স্ট্যান্ডার্ড ফ্রেইট, মেসার্স এসএ চৌধুরী এন্ড কোং, মেসার্স এম আর ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স ভূমি ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স এস কে ইন্টারন্যাশনাল, মেসার্স এইচ কে ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স আইডিয়েল এজেন্সী, মেসার্স মা এন্ড সন্স লিমিটেড, মেসার্স তানজিনা ইন্টারন্যাশনাল, মেসার্স সাগর এন্টারপ্রাইজ, মেসার্স সেইফ গার্ড এজেন্সীজ, মেসার্স আইডিয়েল শিপিং লিমিটেড, মেসার্স শারমিন ট্রেডিং, মেসার্স এ কে এন্টারপ্রাইজ, মেসার্স জিএসএম ট্রেড ইন্টান্যাশনাল, মেসার্স নোবল কর্পোরেশন (প্রা:) লিমিটেড, মেসার্স আর এম এসোসিয়েটস। অপরদিকে চলতি ২০২০-২০২১ অর্থবছরে স্থগিত হওয়া ৪২ লাইসেন্স হলো-মেসার্স আইয়ুব ট্রেডিং এজেন্সি, মেসার্স আরিফ মেরিটাইম ইন্টারন্যাশনাল সিএন্ডএফ লিমিটেড, মেসার্স তাকিন ট্রেড সিন্ডিকেট, মেসার্স সিটি ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স জে জে এসোসিয়েটস, মেসার্স বেঞ্জ মেকার, মেসার্স ইটারনাল ট্রেড ইন্‌ক, মেসার্স বাসিম এন্টারপ্রাইজ, মেসার্স কুলগাঁও ট্রেডার্স লিমিটেড, মেসার্স মানিক এন্ড ব্রাদার্স, মেসার্স পানামা ট্রেড লিংকার্স, মেসার্স আল ফাহিম (বিডি) লিমিটেড, মেসার্স জলসুকা ট্রেডার্স (প্রাঃ) লিমিটেড, মেসার্স খান এন্টারপ্রাইজ, মেসার্স ইন্টারওয়েজ ট্রেডিং এজেন্সি, মেসার্স চাঁন্দু কর্পোরেশন, মেসার্স মাসকো ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স দ্রুত ইন্টারন্যাশনাল, মেসার্স আর ইসলাম এজেন্সি, মেসার্স এসজিএস কোম্পানি,মেসার্স বিএনজেড ইন্টারন্যশনাল, মেসার্স প্রগতি কার্গো সার্ভিসেস, মেসার্স এসএফ ইন্টারন্যাশনাল, মেসার্স খন্দকার ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স নিউ বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সিজ লিমিটেড, মেসার্স নুর সিন্ডিকেট, মেসার্স রিয়ংকা ইন্টারন্যাশনাল, মেসার্স এ আর লজিস্টিকস, মেসার্স সুরমা এন্টারপ্রাইজ, মেসার্স ডায়নামিক ট্রেডার্স, মেসার্স স্পীড ওয়ে ইন্টারন্যাশনাল, মেসার্স এ বি এন্টারপ্রাইজ, মেসার্স জামান এন্টারপ্রাইজ, মেসার্স ইউনিভার্সেল কার্গো এঙপ্রেস, মেসার্স তনু বাহার, মেসার্স হোসেন এন্ড সন্স, মেসার্স এস এ এন্টারপ্রাইজ-১, মেসার্স মল্লিকা ট্রেডার্স, মেসার্স ফেয়ার ট্রেড, মেসার্স সাইন্ড সিএন্ডএফ লিমিটেড, মেসার্স রিগাল ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্সি এবং মেসার্স হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের লাইসেন্স শাখার দায়িত্বে নিয়োজিত উপ-কমিশনার একেএম সুলতান মাহমুদ দৈনিক আজাদীকে বলেন, পণ্য আমদানিতে জাল জালিয়াতির আশ্রয় কিংবা অনিয়ম পাওয়ার সাথে সাথে আমরা সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স স্থগিত করছি। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হলে আমরা স্থায়ীভাবে ওইসব লাইসেন্স বাতিল করছি।

পূর্ববর্তী নিবন্ধ৬ দফার ভেতরেই নিহিত স্বাধীনতার এক দফা : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিলে পাওয়া গেল ১৫ কেজির বোয়াল