বিরতিহীন বৃষ্টিকান্না

রিজোয়ান মাহমুদ | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

পৃথিবীর সব কবির কবরে ঢুকে তুমি সভা করো
সভাসদের সূচিটি ধব ধবে কাফনের রঙ ঢেলে,
আজ-ই উড়িয়ে দাও।
রবীন্দ্রনাথের হাড় ছুঁয়ে জন্ম নিচ্ছে ভিন্ন গীতাঞ্জলি
কবর পাখিরা সুর করে পড়ছে উড়াল সংগীত –
তাদের বুকের কাছে ধরো একটি খালিদনামা।
বিষণ্‌ন ঝিঁঝিঁর কনসার্টে সন্ধ্যা নামলে পৃথিবী জুড়ে,
পালকিতে ঘুরবে শ্রাবণ।
একবার সোঁদা মাটির রেকাবে মুখ রেখে ধরো গান ;
তৃণ ও মরমি দক্ষিণ হাওয়া এসে লাগুক শরীরে।
মৃত সকল মা ও বাবারা শিয়রে দাঁড়িয়ে ধরবেন
আত্মার সংগীত।
খালিদনামা সফল হলে নতুন একটি ছন্দে লেখা হবে
কবিতা কবর!

পূর্ববর্তী নিবন্ধপুস্পিত জ্যোৎস্না
পরবর্তী নিবন্ধকবি-চিত্রী খালিদ আহসান