রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে বিপুল পরিমাণ অর্থ পাওনা রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। এ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থার কাছে নিয়ন্ত্রক সংস্থা বেবিচক পায় ৩ হাজার ৫৪৫ কোটি টাকারও বেশি।
বেবিচক সূত্র বলছে, পাওনা পরিশোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তাগিদ দিয়ে ইতোমধ্যে চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে আগামী এক বছরের মধ্যে পাওনা পরিশোধ করতে বলা হয়েছে। খবর বাংলানিউজের।
বেবিচক কর্মকর্তারা বলছেন, বিমানের পাওনা নিয়ে বেকায়দায় পড়েছে বেবিচক। বকেয়া আদায় করতে না পারায় অডিট আপত্তির মুখে পড়ে সংস্থাটি। এছাড়া জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির কাছেও জবাবদিহিতার সম্মুখীন হতে হচ্ছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের কাছে বকেয়া রয়েছে। তবে বিমানের কাছেই পাওনা সবচেয়ে বেশি।