চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী কোর্ট হিলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণ নিয়ে জেলা প্রশাসনের সাথে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা আলাপ আলোচনা করে শান্তিপূর্ণ উপায়ে সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গতকাল বুধবার বিকেলে মেয়রের সাথে টাইগারপাসস্থ কর্পোরেশনের অস্থায়ী অফিসের কনফারেন্স রুমে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এসময় নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, বার কাউন্সিলর এডহক কমিটির সদস্য মো. মুজিবুল হক, সাবেক সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মোক্তার আহমদ, মনতোষ বড়ুয়া, কাজী নজমুল হক, মোস্তাফিজুর রহমান, মো. আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভপতি শফিউল্লাহ, সহসভাপতি আজিজ উদ্দিন হায়দার, মোহাম্মদ এরশাদুর রহমান টিটু, সালাউদ্দিন মনসুর, জাহিদুল ইসলাম চৌধুরী, লায়লা নূর, মো. মেজবাহ উদ্দনীন, মো. তৌহিদুল বারী চৌধুরী, এ এন এম রোকনুজ্জামান মান্না, সেলিনা আক্তার, চন্দন তালুকদার, আইনুল কামাল, মোস্তাফিজ করিম, মো. মোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। আইনজীবী নেতৃবৃন্দ মেয়রকে স্মারকলিপিও প্রদান করেন। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আইনজীবীদের বক্তব্য শুনেন ও স্মারকলিপির বক্তব্য অবলোকন করে জেলা প্রশাসনের সাথে আলাপ-আলাচনা করে এই বিভ্রান্তি নিরসনের উদ্যোগ নিবেন বলে তাদের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।