বিভ্রাট

শাহীন চৌধুরী ডলি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:১১ পূর্বাহ্ণ

ধর্ষকের বিষবাষ্পে আবদ্ধ নাগপাশ
ভুলপথে ভালোবাসা নেই, আছে বিভ্রাট
লোভের অংক কষে চাড়ালের শিশ্ন
সভ্য সমাজ দুর্ভাবনায় উদ্বিগ্ন।
অধর্মের কুশিক্ষায় জ্বলছে চিতা
ভ্রমে কূটবুদ্ধি দেখায় পারদর্শিতা
অপশক্তির দম্ভে কাপুরুষীয় বর্বরতা।
শৃঙখলের বেড়িতে বাজে ভাঙনের শাঁখ
অপত্য স্নেহমায়া ঢাকছে অবিশ্বাস
রক্তস্নানে কাঁদছে ধরিত্রীর সবুজ আবাস।
বৃহন্নলাও বইছে গাণ্ডিবের ভার
মগজ পোড়া গন্ধে অসার সংসার
আগুন ঝলসানো নিষ্ঠুর ঠোঁটে
ছাই হওয়া কবিতারা ছন্দ খুঁজে।
শিষ্টের দখলে জেগেছে রাজপথ
জাগ্রত বিবেকে নয় কোন ভিন্নমত
বিচারের নাকি কান্না বাজুক ন্যাকামি সুরে
ছিটকিনিটা আটকাও জোরেশোরে।

পূর্ববর্তী নিবন্ধরাসেল নামের ফুল
পরবর্তী নিবন্ধটাকা আছে যার