বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল-সমাবেশ

আজাদী ডেস্ক | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

কোটা আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ।

শুলকবহর ওয়ার্ড : দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে গতকাল বাদ জুমা কাউন্সিলর মো. মোরশেদ আলমের নেতৃত্বে ৮ নং শুলকবহর ওয়ার্ডে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর জিইসি মোড় হতে শুরু হয়ে ২ নং গেইট মোড় প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম.এ তাহের, দীনবন্ধু দাশ গুপ্ত, মাহফুজুর রহমান বাবুল, আব্দুল মান্নান, মাসুদ খান, কামাল হোসেন, সালাউদ্দিন লেদু, আল মাসুদ চৌধুরী হিরু, ইউসুপ মানিক, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, খোরশেদ আলম বাসেদ, মো. আসাদ, আব্দুস সালাম, মানিক মিয়া, মো. সাবের হোসেন, তরুন চক্রবর্তী, আখতার হোসেন নাসির, মো. শফিক, খুরশেদ আলম, সরোয়ার মোস্তফা সেলিম, নেজামউদ্দৌলা, মাহমুদ রেজা সুজা, রেজাউল করিম খোকন, বদিউল আলম, সৈয়দ আমজাদ হোসেন, ইসমাঈল হোসেন রস্‌সী, ইয়াসিন চৌধুরী, আজিজুর রহমান, কাইয়ুম মাহমুদ রনি, মাহির আসেফ বাবু, নাসির উদ্দিন, মহিউদ্দিন সামির, মাঈনুদ্দিন মানিক, মাহবুব আলম, আইয়ুব খান, মো. সুমন, আরিফ সুমন, ইকবাল হোসেন, মামুনুর রশীদ, মো. দিদারুল আলম, ইঞ্জি. খোরশেদ আলম, তৌসিফ আহমেদ নূর, আরাফাত হোসেন, জাকির হোসেন মনা, রাশেদুল ইসলাম, মো. সাঈদীসহ প্রমুখ।

জামাল খান ওয়ার্ড : দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বাদে জুমা ২১ নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি মো. সৈয়দুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন রশ্মি বড়ুয়ার পরিচালনায় নগরীর চেরাগি পাহাড় মোড় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শৈবাল দাশ সুমন, মোহাম্মদ সাহাব উদ্দিন, আহমদ সোবহান, তৌহিদুর রহমান, শেখ সাইফুদ্দিন খালেদ রানা, রঞ্জন রশ্মি বড়ুয়া, মো. সালাহ উদ্দিন, শামসুদ্দিন নূরী, আবু হেনা মোস্তফা কামাল বাবলু, মো. আজিম উদ্দিন, মো. শরফুদ্দিন মাহী, অঞ্জন দত্ত, জাবেদুল আলম সুমন, হুমায়ুন কবির মাসুদ, নুরুল আমিন টুকু, সায়েদুল হক, মাহবুবুল আলম, কাঞ্চন চৌধুরী, শাহেদুর রহমান বাবু, শফিকুল আলম চৌধুরী, মো. শফিকুল ইসলাম, গোলাম হায়দার, শিপ্লব গুপ্ত, ফিরোজ পাটোয়ারী, দেবাশীষ চৌধুরী, বিকাশ দাশ, শাহনেওয়াজ জসিম, নাজিম আজাদ, গোপাল মজুমদার, টিপু দাশ, রবিউল হোসেন, নূর শরিফ, আব্দুর রাজ্জাক, মো. সিরাজ, মো. জাহেদ, শ্যাম বিশ্বাস, উজ্জ্বল দাশ, অনিক দাশ জসি, তম্ময় প্রমুখ।

এমইএস কলেজ ছাত্রলীগ : কোটা আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সহিংসতা সৃষ্টির বিরুদ্ধে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ গতকাল শুক্রবার নগরীর গরীবুল্লাহ শাহ মাজারে জুমা নামাজ শেষে সহিংসতা প্রতিরোধ মিছিল করেছে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর জিইসি মোড়স্থ বাটাগল্লিতে শেষ হয়।

মিছিলে ‘সন্ত্রাস নয়, শান্তি চাই’, ‘আন্দোলনের নামে সহিংসতা মানি না, মানব না’, ‘ধর্মের নামে, রাজনীতি চলবে না’, ‘নেত্রী আছে, আছে শেখ হাসিনা’এমন শ্লোগান দেন নেতাকর্মীরা। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তারা বলেন, প্রতিটি পাড়ায়মহল্লায় সহিংসতা সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, মাহমুদুর রশীদ বাবু, শরফুল আনাম জুয়েল, হাসান আলী, কামরুল ইসলাম জুয়েল, ইমাম উদ্দিন নয়ন, সালাউদ্দিন বাবু, আজিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ শাকিল, রাহেদ আলম রাহাত, শফিকুল ইসলাম শাকিল, রাকিব হায়দার, শাহাদাত হোসেন হিরা, ইমাম হোসেন ইমন, আজিজুর রহমান, আবু সাইদ মুন্না, আওরাজ ভুইয়া রনক, সালাউদ্দিন কাদের আরজু, গোলামুর রহমান রিজান, জাবেদ রহিম মুন, মোহাম্মদ হানিফ, তৌহিদুল আলম বাবু, নুরুল আবছার রাফি, মাসুম বিল্লাহ, তানিন ইসলাম, মাজহারুল ইসলাম, শফিউল আজিম মাহিন, ফজলুল্লাহ মাসুম, এমদাদুল হক শাওন, কুতুবউদ্দিন রাহাত, আলিফ হোসেন, শফিকুল ইসলাম রবিন, হাসান তারেক সায়েম প্রমুখ।

মহানগর যুবলীগ : কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল নগরীর সল্ট গোলা ক্রসিংয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিঞা, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমদ খোকন, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আক্তার উদ্দীন, যুবলীগ নেতা রঞ্জিত কুমার শীল, লোকমান হোসেন, মো. ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ সুমন, ফরহাদ আব্দুল্লাহ, কে এম শরীফ, মো. মিজান, মাসুদুল আলম জিকু, মোশারফ আলী শাবলু, আব্দুল জব্বার জনি, মো. সোহেল, মো. ইয়াছিন আরাফাত, ফারুক হোসেন সুমন, রমজান আলী, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী, তানভির বিন হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের উন্নয়নে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে
পরবর্তী নিবন্ধ‘আমাদের সন্তান হত্যাকারীদের ক্ষমা নেই’