বিভিন্ন স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আজাদী ডেস্ক | শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:২৪ পূর্বাহ্ণ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম কোর্ট হিল জেলা পিপি অফিস চট্টগ্রামের উদ্যোগে পিপি কার্যালয়ে আলোচনা সভা চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এডভোকেট তপন কুমার দাশ, মাহতাব উদ্দিন আহাম্মদ চৌধুরী, মো. রবিউল আলম, জি.এম কাদের আলী শাহ, মোহাম্মদ মহসীন, সৈয়দা ফারজানা আক্তার, জাহিদুল ইসলাম চৌধুরী, হাদি মো. হাম্মাদ উল্লাহ, সুব্রত শীল রাজু, শামসুল হক টিটু, মোহাম্মদ সুলতান মহিউদ্দিন, রিগ্যান আচার্য, কামরুল হাসান রাসেল, মো. শীল, রিমন, আবুল হাসনাত প্রমুখ।

উত্তর জেলা যুবলীগ : হাটহাজারী প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত ১৭ মে উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ‘রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ’ শীর্ষক এক সভা দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সামনে উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মো. শহিদুল আলম, নাছির হায়দার করিম বাবুল, মো. মোশারফ হোসেন, আব্দুল করিম, আবুল বশর, মো. ফোরকান, মো. শাহজাহান, জয়নাল আবেদীন, মো. ওসমান চৌধুরী, ইঞ্জি: মো. হাছান মুরাদ, মো. আবু ছৈয়দ, অ্যাড. এস.এম অহিদুল্লাহ, বাবলু, মো. আকতার হোসেন, মো. দিদারুল আলম, মো. ইউনুচ, বদিউল আলম, মো.জসিম, মো. নজরুল, শরিফুল আলম শরিফ, মো. ইকবাল চৌধুরী, আইয়ুব খান লিটন, শাহজালাল জনি, অ্যাড. মঞ্জুরুল আলম, সাকরিয়া চৌধুরী সাগর, মোরশেদুল আলম, মো. হাছান, আবু তালেব সানি, মোহাম্মদ আলী, আইয়ুবুল ইসলাম তালুকদার হিমু, মো. ওমর ফারুক, মোহাম্মদ হাছান প্রমুখ। এ উপলক্ষে এক র‌্যালি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সম্মুখ হয়ে কোতোয়ালী মোড়ে গিয়ে শেষ হয়।

দামপাড়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় নগরীর দামপাড়া মহিউদ্দিন বাচ্চু রাজনৈতিক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কোমলমতি শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সরোয়ার জাহান, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, নূরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, আবদুর রাজ্জাক দুলাল, আবদুল আজিম, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, কফিল উদ্দিন, আবু নাসের চৌধুরী আজাদ, আবুল বশর, শফিকুল হাসান রিপন, আবদুর নূর জুয়েল, মাহাতাব উদ্দিন, হিরু, জিয়া, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, ইঞ্জি. তৈয়ব হোসেন রুবেল, মোহাম্মদ রুবেল, ইমরান আহমেদ শাওন প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী : বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সভায় বক্তব্য রাখেন ইমরাদ হোসেন ইমু, মঈন উদ্দিন, জাহাঙ্গীর কবির, গোলাম কাদের ইফতি, এস এম আলা উদ্দিন, সাজ্জাদুল ইসলাম, মোজাম্মেল চৌধুরী, মোহাম্মদ মোর্শেদুল আলম, ফরহাদ হোসেন, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ নাছির মামুন, মোহাম্মদ এরশাদ প্রমুখ। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মমতাজুল ইসলাম।

শুলকবহর ওয়ার্ড : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শুলকবহর ওয়ার্ডের ষোলশহর স্টেশন দলীয় কার্যালযে অনুষ্ঠিত হয়। গত ১৮ মে মহানগর যুবলীগ নেতা মো. আবুল বশরের ব্যবস্থাপনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আলাউদ্দিন আহমেদ।

এতে উপস্থিত ছিলেন উৎফল দাশ, শহিদুল আলম টিপু, এনামুল হক, আফতাব উদ্দিন, আবু তাহের, লুৎফর রহমান, কামাল উদ্দিন, সবুজ মিয়া, শামসুল আলম রুবেল, কবির হোসেন, ইসমাইল, মনির, . কুদ্দুস, মো. মনা, টিটু দাশ, মো. রিপন, হেলাল উদ্দিন, আশিষ দাশ, মো. মোহসিন, কৃষ্ণ দাস, মিটু দাশ, হারাদন দে, মো. সুজন, ইয়াছিন আরাফাত সাদ্দাম, মিনহাজ উদ্দিন জুয়েল, সারওয়ার বিকাশ, মহিউদ্দিন, আরিফ, . কাদের, মো. বেলাল, জানে আলম, মো সুমন, মো. আলমগীর মনা, ইমাম হোসেন রনি, দেলোয়ার হোসেন, টিপু সুলতান, মো. জাহেদুল ইসলাম প্রমুখ।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন পালন দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম..মান্নান চৌধুরী। সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি জাফর উদ্দীন, টিপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন, ছগীর আজাদ, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী সোহেল, অসীম কুমার দেব, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ছৈয়দ, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, দিদারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিম ও ছাত্রলীগ নেতা মো.ফারুক প্রমুখ।

ইপিজেড থানা আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা গত বুধবার বন্দরটিলাস্থ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ। ইপিজেড থানা আওয়ামী লীগ নেতা সেলিম আফজলের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আসলাম, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, শারমিন ফারুক সুলতানা, সেলিম রেজা, মো. ইলিয়াছ, লোকমান হাকিম, ফছিউল আলম, মো. হারুন, মো. জাবের, মো. জাবেদ, মো. হারুন, আকতারুজ্জামান বাবুল, ইফতেখার আলম, মো. জাহিদ, জোবায়েদ খলিল দিপু প্রমুখ।

২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ : ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হকের উদ্যোগে নগরীর শেখ মুজিব রোডস্থ ভান্ডার মার্কেট প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আসলাম, ২৪নং ওয়ার্ড সিইউনিট আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম দিদার, বিইউনিট আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শাহ আলম, ইউনিট আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জহির, সিইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মোক্তার, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল আফছার, হাজী সাগির আহমদ, সাজ্জাদুর রহমান সুমন, মোজাফফর মেম্বার, মহানগর ছাত্রলীগের সহসম্পাদক মোঃ রেজাউল করিম রিটন, যুবলীগ নেতা মাহবুব আলম লিটন, আজিজুর রহমান আজিজ, মোহাম্মদ রাজিব। পরিশেষে মাননীয় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন এলাকার হাফেজ মাওলানা মুহাম্মদ মহসিন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সৃষ্টির ইতিহাসের সাথে একাত্ম হয়ে আছেন আবদুল গাফফার চৌধুরী
পরবর্তী নিবন্ধতমনারা বেগম