হাজী জরিফ আলী লিগ্যাল এইড : চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৪ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বলেছেন, পথ শিশুদের ক্ষেত্রে সবার এগিয়ে আসার উচিত। জন্মের সময় তারা পথশিশু হয়ে দুনিয়াতে আসে না। পরিস্থিতির কারণে তারা পথ শিশু হয়ে বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে। শিশু অপরাধ দমনে পথ শিশু নিয়ে আমাদের কাজ করার উচিত। ২৯ জানুয়ারী বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাসের এস রহমানে হাজী জরিফ আলী লিগ্যাল এইড এবং পথ শিশু কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনে তিনি। এসময় শত শত সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে উপহার হিসাবে এই কম্বল বিতরণ করা হয়। হাজী জরিফ আলী লিগ্যাল এইড এবং পথ শিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: জালাল উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ আবছার উদ্দিন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এস.এম জাহেদ বীরু, লায়নস ক্লাব অব চট্টগ্রামের রিজিওনাল চেয়ারপার্সন লায়ন শুভনাজ জিনিয়া (এম.জে.এফ), ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সিনিয়র জয়েন্ট সেক্রেটারী ডা: মোহাম্মদ ঈসা চৌধুরী প্রমূখ। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী জরিফ আলী লিগ্যাল এইড,চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক এডভোকেট জিন্নাত আমিন লিমা।
পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরীর কালামিয়া বাজারে পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল ছগিরের সভাপতিত্বে ও বিএনপি নেতা রৌসাংগীর আমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী আসু, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খাঁন, বিএনপি নেতা সোলায়মান সরদার, কামরুল ইসলাম, মো. ইলিয়াছ, নাছিম চৌধুরী, এমদাদুল হক বাদশা, মো. সেলিম, ইসমাইল হোসেন লেদু, হাজী মো. মুছা, আজিজুল হক মাসুম, মো. হাসান, আমিন উল্লাহ, আবদুল্লাহ আল নোমান, কুতুব উদ্দিন রাজু, মো. ইউনুস, মহিউদ্দিন রনি, মো. টিপু, মো. ফরিদ প্রমূখ।
আনোয়ারায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ : আনোয়ারা সদরস্থ শ্রীশ্রী রামকৃষ্ণ–সারদা সেবাশ্রম প্রাঙ্গণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মোৎসব বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ২৪ জানুয়ারি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল– স্বামীজীর জন্মতিথি পূজা, চিত্রাংকন ও বক্তৃতা প্রতিযোগিতা, ভোরারতি, গীতাপাঠ, সঙ্গীতানুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো ও স্বামী বিবেকানন্দের জীবনীর উপর বিশেষ ধর্মীয় আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও ধর্মীয় নাটক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভাগীয় সম্পাদক ড. উজ্জ্বল কুমার দেব। আলোচক ছিলেন আনোয়ারা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা অজিত বৈদ্য। আনোয়ারা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি কাঞ্চন চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিকাশ দত্ত। শেষে অগ্নিশিখা নৃত্যগোষ্ঠীর পরিচালনায় অনুষ্ঠিত হয় ধর্মীয় নাটক ‘কল্পতরু শ্রীরামকৃষ্ণ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।