বিভিন্ন সংগঠনের উদ্যোগে নগরীর ও উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন : বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে বিএইবিএফসি চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ ও অন্যান্য কর্মকর্তাগণ, নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মো. ইসমাইলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফটিকছড়ির রহিমা ইসলাম ফাউন্ডেশন : চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত খিরাম ইউনিয়নে বসবাসরত শতাধিক হতদরিদ্র বাঙালি ও আদিবাসী পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে ধর্মপুর মুন্দারবাড়ির রহিমা ইসলাম ফাউন্ডেশন। শুক্রবার সকালে তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী লীগের সহ–সভাপতি মো. সালাউদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা যু্বলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান স্বপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তরজেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক লায়ন শফিউল আলম। অনুষ্ঠানে উত্তরজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম, উত্তরজেলা মৎস্যজীবী লীগ নেতা মনিরুল ইসলাম চৌধুরী, খিরাম আওয়ামী যুবলীগ নেতা মো. সালাউদ্দিন, মো. আবদুল্লাহ, সমাজসেবক মো. মনতাজ উদ্দিন, মোহাম্মদ ওসমান গনি, কফিল উদ্দিন জিয়া, মো. এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক মানুষ প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে। যাদের কষ্ট লাঘবে কেবল সরকারি সহায়তা যথেষ্ট নয়। সমাজের বিত্তবানরা যদি স্ব স্ব এলাকায় দরিদ্রদের কল্যাণে কাজ করেন তাহলে এই সমস্যা অচিরেই দুর হবে। তারই অংশ হিসেবে রহিমা ইসলাম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।
সীতাকুণ্ড প্রেস ক্লাব : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড প্রেস ক্লাবে উপজেলা চেয়ারম্যান এসএম আল–মামুনের সহায়তায় সংবাদপত্র হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন প্রধান অতিথি থেকে হকারদের হাতে এ কম্বল তুলে দেন।
প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কবির, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম সেকান্দার হোসাইন, সহ–সভাপতি জহিরুল ইসলাম ও অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল প্রমুখ।
হৃদয়ে মা–বাবা ফাউন্ডেশন : হৃদয়ে মা–বাবা ফাউন্ডেশন চট্টগ্রামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ২৬ জানুয়ারি দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপ–কমিটির আহবায়ক আবু তৈয়ব সোহেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান কাযী মুহাম্মদ রোকনুজ্জামান।
অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোজাহেরুল আলম। প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ নাছের তালুকদার। প্রধান আলোচক ছিলেন সরকারি আশেকানে আউলিয়া কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
অতিথি ও আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. মনির আজাদ, মোহাম্মদ হানিফ, সংগঠনের মহাসচিব মোহাম্মদ আবদুল কাদের, সংগঠনের যুগ্ম সচিব মোহাম্মদ আকতার হোসেন, তৌহিদুল ইসলাম তানিম, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ তারেক, মোহাম্মদ সাহেদ চৌধুরী, মোহাম্মদ নেজাম, কাযী মঈনুল আহছান রাজ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নাই।
রাউজান পৌরসভা : রাউজান প্রতিনিধি জানান, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন। গতকাল শুক্রবার সকালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারা বটতল এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, মুন্সি মিজানুর রহমান সহ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।












