বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

আমাদের বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার পুঁইছড়ি ও পার্শ্ববর্তী ইউনিয়নের ৫ শতাধিক গরীব অসহায় দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুঁইছড়ি মকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান সোলতানুল গনি চৌধুরী লেদুমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী প্রধান শাব্বির ইকবাল, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, জেলা পরিষদের সচিব রবিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, মনিরুল ইসলাম, অপু বড়ুয়া, আতাউল করিম প্রমুখ।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার মির্জাপুর গৌতমাশ্রম বিহারে শীতার্ত মানুষের মাঝে এসব সামগ্রী তুলে দেন জেলা পরিষদের সদস্য অ্যাড. উম্মে হাবিবা। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, গৌতমাশ্রম রিহার ও পালি কলেজের অধ্যক্ষ শাসনানন্দ মহাথের, ভদন্ত সংঘ রক্ষিত মহাথের, বিজয় দর্শন বড়ুয়া, অনুপম বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, সুব্রত বড়ুয়া বন্দন, সুজন বড়ুয়া প্রমুখ।
সাতকানিয়া : সাতকানিয়া উপজেলার দরিদ্র জনসাধারণের জন্য উপজেলা প্রশাসনের কাছে গত ২৫ জানুয়ারি বিকালে ১ হাজার শীতবস্ত্র হস্তান্তর করেন সাতকানিয়া সমিতি চট্টগ্রামের আহ্বায়ক ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সালাম চৌধুরী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন প্রমুখ।
কাথরিয়া ইউপি : বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গতকাল শুক্রবার শীতার্ত দরিদ্র পরিবারে কম্বল বিতরণ করেছেন কাথরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী। এসময় ইউপি সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি আমিও ব্যক্তিগত তহবিল থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। এ পর্যন্ত সরকারি ও ব্যক্তিগত তহবিল মিলে ১১৫০ পরিবারকে কম্বল দেয়া হয়েছে।
মা ফাউন্ডেশন : ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৩টায় ৩শ গরীব ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুলালবাদ সম্মিলিত সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. ছেনোয়ার মিয়ার সভাপতিত্বে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল আমিন জসিমের সঞ্চালনায় দুলালবাদ নজু মিয়ার বাড়ি প্রাঙ্গণে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন গফুর ভূঞা। উপস্থিত ছিলেন মো. সেকান্দর মিয়া, আনোয়ার মিয়া, মোহাম্মদ হাবিব মিয়া, মনজু মিয়া, সুলতান মিয়া, মোহাব্বত খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি নুরুল আলমকে স্মরণ
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে উইন্টার স্কুলের সমাপনী