বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে উইন্টার স্কুলের সমাপনী

| শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে চার দিনব্যাপী অনলাইন উইন্টার স্কুলের সমাপনী অনুষ্ঠান গতকাল বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। চতুর্থ দিনের বিভিন্ন কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ড. মুফতি মাহমুদ, মেহরাব মাশুক। তাছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মনজুর আলম।
প্রতিযোগিতায় ও প্রেজেন্টেশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু নওশাদ চৌধুরী। প্রভাষক সাবরিনা জাহান মাঈশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ের উন্নয়ন অব্যাহত থাকবে