নগরীর মুরাদপুরের মির্জাপুল এলাকায় প্রচেষ্টা ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার-এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।
তিনি নগরীর তুলাতুলীতে, সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে, বাকলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এবং বাকলিয়া থানা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলামের শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর ২৫নং রামপুর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এলাকাবাসীর সাথে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।