বিভিন্ন সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

অটোরিকশাঅটোটেম্পো শ্রমিক ইউনিয়ন : চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজি. নংচট্ট. ১৪৪১) এর চকবাজার অটোটেম্পো শাখার উদ্যোগে দরীদ্র ও অসহায় অটোটেম্পো চালক সদস্যদের মাঝে আসন্ন ঈদউলফিতর উপলক্ষে ঈদ আনন্দ উদযাপন করতে গতকাল নগরীর চকবাজার ওয়ালীবেগ খাঁ মসজিদের পশ্চিম পাশে ঈদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। বিশেষ অতিথি ছিলেন অত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. খলিলুর রহমান। এসময় শাখা কমিটির সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। শাখা থেকে প্রায় তিন শতাধিক অটোটেম্পো চালক সদস্যদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি : নগরীর কাটগড়স্থ জামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির পক্ষ থেকে গত শনিবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মো. ওমর ফারুক, মোর্শেদুল আলম,প্রেসিডেন্ট সাজেদুল হক,,মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দিন, আরবি শিক্ষক মেহেদী হাসান,হাফেজ আবু বক্কর প্রমুখ ।

রাহাত্তারপুল : রাহাত্তারপুল এলাকায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরন উপলক্ষে রাশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আদনানুর রহমান এবং শাকিল আরিফের যৌথ সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামলীগ নেতা মোহাম্মদ ঈসা, রায়হান ইউসুফ, মোহাম্মদ মঞ্জু, চসিক প্যানেল মেয়র নেছার আহমেদ মঞ্জু। বক্তব্য রাখেন হুমায়ুন কবির আজাদ, আবু জিহাদ সিদ্দিকী, সৈকত দাস, ফাহাদ আনিস, রিদওয়ানুল কবির সজিব, অনিন্দ্য দেব, আনিসুল ইসলাম বেলাল, আকিব জাবেদ, ইরফানুল হক বাপ্পি, নাঈম আশরাফ অভি, শহিদুল ইসলাম মানিক, আদিত্য জয়, তুর্জয় চৌধুরী, মুহাম্মদ ফয়সাল, সাজ্জাদ শাহ, সাবেদ বিন হামেদ, বোরহান আল মুক্তাদির, শেখ আল জাবেদ, মো. ইফতেখার আজম, মো. মিজবাহ, সাব্বির আলম সোহাগ, রাকিব, তাহা, ইমন, মো. সাগর, মো. আদনান,সবুজ, সামিন, ইরফান প্রমুখ।

৩১নং আলকরণ ওয়ার্ড : নগরীর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও হ্যালো ডক্টরবাংলাদেশ’র প্রধান উপদেষ্টা ডা. সজীব তালুকদারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান গত ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলকরণ ওয়ার্ডের হতদরিদ্র বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দীন। আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারেক ইমতিয়াজ ইমতুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের সাবেক ভিপি শওকত ওসমান মুন্না, সিটি বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক জিএস নাছির উদ্দীন, সাবেক জিএস রফিকুল মান্নান জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সদরঘাট থানা ছাত্রলীগ, সিটি কলেজ ছাত্রলীগ, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, আলকরণ ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে ১ম পর্বে ৩১নং আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানার সভাপতিত্বে সর্বস্তরের ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা মো. ঈসা, কেন্দ্রীয় ছাত্রলীগ, থানা ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।

১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড : গত শনিবার বীর মুক্তিযোদ্ধাদের সাথে ঈদ উপহার তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর ড ডক্টর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্ল্যাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফি বাঙ্গালি, শহিদুল আলম বাদল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আজিম, আকবর শাহ থানা আওয়ামী লীগ নেতা মোঃ আবু সুফিয়ান, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ হারুন উর রশীদ (এম.), রোকন উদ্দিন চৌধুরী, কামরুজ্জামান রাসেল প্রমুখ। শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে ইফতার ও ঈদ উপহার তুলে দেন ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন : ২৪নং ওয়ার্ডে সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোেগে ঈদ উপহার বিতরণ ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিইউনিটের সভাপতি দিদারুল আলম দিদারের সভাপতিত্বে ও বিইউনিট আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক। এ সময় সৈয়দ মাহমুদুল হক বলেন, আজকে দিনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার সরকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, স্মার্ট বাংলাদেশ গড়ার বদ্ধপরিকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা, ইউনিট আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জহির, বিইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, আওয়ামী লীগ নেতা, ইলিয়াছ মিয়া জিশু, ওসমান গনি আলমগীর, যুবলীগ নেতা নুরুল আফছার, নগর ছাত্র নেতা মোহাম্মদ সোহেল, এনাম, নেজাম, ইকবাল, শাহজাহান, আবু, তারেক, আজিজুর রহমান আজিজ, মাবু আলম লিটন, জুয়েল জুবি প্রমুখ।

নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ড : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের অন্তর্গত সকল মসজিদের ইমাম মোয়াজ্জেমদের মাঝে ঈদ উপহার ও নগদ সম্মানি বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী। এসময় মোট ৩৮ টি মসজিদের ইমাম মোয়াজ্জেমদের মাঝে এই ঈদ উপহার ও সম্মানি সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিরাঘোনা বায়তুশ শরফ মাদ্রাসার খতিব গাজী আব্দুর রাজ্জাক, সেন্ট্রাল প্লাজা জামে মসজিদের খতিব মাওলানা নূর মোহাম্মদ নিজামী, ওয়ারলেস পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসেন সহ সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জেমগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং রোডস্থ ওয়ারলেস জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন।

মিনহাজউলকুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন : প্রত্যন্ত অঞ্চলেও জ্ঞান উৎপাদন, ইলম অর্জনের পথ প্রসারিত করে আলোকিত সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎকে সুন্দররুপে গড়ে তুলতে বৈষম্যমুক্ত, সাম্যভিত্তিক মানবিক বিশ্ব সুপ্রতিষ্ঠিত করতে সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। মিনহাজউলকুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মিনহাজউলকুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় প্রেসিডেন্ট এম.এ সবুর উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম নগরীর গরীবউল্লাহ শাহ (রহ.) সোসাইটির ইলমুল কোরআন মুহিব্বিয়া দ্বীনিয়া মাদরাসা ও এতিমখানায় শিক্ষক ও ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিনহাজউলকুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় প্রেসিডেন্ট এম.এ সবুর। মিনহাজউলকুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আলী রেজার সভাপতিত্বে এবং মিনহাজ ইয়ুথ লীগ বাংলাদেশ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মোঃ মিনহাজুল আবেদীন জোনাইদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মিনহাজ ইয়ুথ লীগ বাংলাদেশ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম জাহেদ, ইয়ুথ লীগ বাংলাদেশ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট মেম্বার মোঃ সাজ্জাদ, অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এবং অত্র মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ প্রমুখ।

সদরঘাট : রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে গতকাল রোববার সদরঘাট রোডস্থ হল ৭১এ সুবিধাবঞ্চিত ৩ শতাধিক জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও রায়হান নেওয়াজ সজীব ও সাজিবুল ইসলাম সজীবের সঞ্চালনায় উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়জ সম্পাদক মোঃ মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, ৩১নং আলকরন ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম, নগর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, যুবলীগ নেতা মারুফ আহমেদ সিদ্দিক, আলকরন ওয়ার্ড যুবলীগের আহবায়ক শাহনেওয়াজ রাজিব, যুগ্ম আহবায়ক রিমন চক্রবর্তী, শাহীন আহমেদ, মনিকাভট্টাচার্য, আজাদ, জাহেদ, মাহামুদুর রহমান বাপ্পী প্রমুখ।

মহানগর যুব মহিলা লীগ : চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়িকা অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ড নেত্রীদের মাধ্যমে ওয়ার্ডের কর্মীদের জন্য খাদ্যসামগ্রী ও শাড়ী বিতরণ করা হয়।

এসময় যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমিন মিনু, তাজরীন চৌধুরী, ইমরাতুন্নেসা এ্যানি, পান্না আক্তার, জোহরা সুলতানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপিকা সায়রা বানু রৌশনী বলেন, একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ নিয়ে আসে আনন্দ উৎসব। সবার সুস্থতা কামনা করে সবার জন্য দোয়া চাওয়া হয় মহান আল্লাহর কাছে।

রাঙ্গুনিয়া নুরুল হক জরিনা ফাউন্ডেশন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে রাঙ্গুনিয়ার ৩০০০ দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রোববার (৭ এপ্রিল) বিকালে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এই সহায়তা দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এসব বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামীলীগ সদস্য ইলিয়াস কাঞ্চন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জল, সাবেক সহ সভাপতি পারভেজ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ প্রমুখ। শেষে স্থানীয় গরীব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এরআগে মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার দুস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছিল। ধারাবাহিকভাবে প্রতিবছর এই কার্যক্রম অব্যাহত রেখেছে এই দাতব্য প্রতিষ্ঠান।

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ : চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, দ্রব্যমূল্যের চরম উর্দ্ধগতির কারণে আজকে দেশের মানুষের পেটে খাবার নেই। সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। মানুষের মনে ঈদের খুশী নেই। তিনি গতকাল রবিবার দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন মহানগর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপি নেতা সফিক আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মাঈনুদ্দীন খান রাজিব, মো. রুবেল, মো. আলম প্রমুখ।

ঊষা নারী উন্নয়ন সংস্থা : ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে নগরীর লেডিস ক্লাব মিলনায়তনে প্রতিবন্ধিদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলার সভাপতি অনুষ্ঠিত হয়। সভাটি যৌথভাবে পরিচালনা করেন ঊষা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশগুপ্ত ও ডিডিআরসির সমন্বয়কারী নুরুন্নাহার। এ সময় সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ওয়াহিদ হাসান। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরমিনা হক পুস্পা, উন্নয়ন কর্মী মাহবুব উল আলম, কান্তা ইসলাম মিনু, আফরোজা আক্তার রিতু প্রমুখ। এসময় বক্তারা বলেন, স্বাভাবিক জীবন ধারনে প্রতিবন্ধিদের জন্য অনুকুল পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষার বিষয়ে আমাদের কাজ করতে হবে। প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন এবং অনুসরণে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধিদের মাঝে যারা সামর্থ্য ও যোগ্য তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শেষে প্রতিবন্ধিদের মাঝে শাড়ি, লুঙ্গি, পানজাবী, শার্টপ্যান্ট, সেলোয়ার কামিজ বিতরণ করা হয়। সামগ্রিক আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করেন ডিজএ্যাবেল্ড ডেভেলভম্যান্ট এন্ড রিসার্স সেন্টারডিডিআরসি সংগঠন।

পূর্ববর্তী নিবন্ধবলুয়ারদিঘী খানকাহ এ কাদেরিয়ায় পবিত্র লাইলাতুল কদর ও খতমে তারাবি মাহফিল
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল